বৃহস্পতিবার (৩১ অক্টোবর) এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ৩০ অক্টোবর কাতারের রাজধানী দোহায় অনুষ্ঠিত সংগঠনের আন্তর্জাতিক কনফারেন্সের শেষ দিনে এই নির্বাচন অনুষ্ঠিত হয়।
ইন্টারন্যাশনাল সোসাইটি ফর ক্রিমিনোলজির সভাপতি হিসেবে পুনরায় নির্বাচিত হয়েছেন যুক্তরাষ্ট্রের অধ্যাপক ড. এমিলিও সি ভিয়ানো এবং মহাসচিব নির্বাচিত হয়েছেন যুক্তরাজ্যের অধ্যাপক ড. সুজান এডওয়ার্ড। ২০১৯ থেকে ২০২৪ পর্যন্ত এই পরিচালনা পর্ষদ দায়িত্ব পালন করবে।
ইতালির রোমে ১৯৩৮ সালে সংগঠনটি যাত্রা শুরু করে। আন্তর্জাতিক পরিমণ্ডলে ইন্টারন্যাশনাল সোসাইটি ফর ক্রিমিনোলজিই একমাত্র সংগঠন যা বৃহৎ পরিসরে অপরাধবিজ্ঞান এবং ক্রিমিনাল জাস্টিসের পঠন-পাঠন এবং গবেষণা নিয়ে কাজ করে।
বাংলাদেশ সময়: ১৪১৮ ঘণ্টা, অক্টোবর ৩১, ২০১৯
এইচএডি/