বৃহস্পতিবার (৩১ অক্টোবর) দুপুর ১২টার দিকে যশোর শহরের বকচরে এ দুর্ঘটনা ঘটে।
রশিদ শহরের খড়কি এলাকার আবুল কাশেমের ছেলে।
নিহত রশিদের পরিবার ও প্রত্যক্ষদর্শীরা বাংলানিউজকে জানান, দুপুরে বাইসাইকেলে করে যাচ্ছিলেন রশিদ। পথে শহরের বকচর র্যাব অফিসের সামনে এলে একটি ট্রাক পেছন থেকে বাইসাইকেলটিকে ধাক্কা দেয়। এতে গুরুতর আহত হন তিনি। তাৎক্ষণিকভাবে স্থানীয়রা তাকে উদ্ধার করে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
যশোর কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মনিরুজ্জামান বাংলানিউজকে জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য ওই হাসপাতাল মর্গে রাখা হয়েছে। এ ঘটনায় ঘাতক ট্রাক চালককে আটকের চেষ্টা চলছে।
বাংলাদেশ সময়: ১৪২৩ ঘণ্টা, অক্টোবর ৩১, ২০১৯
ইউজি/আরবি/