তিনি বলেছেন, দেশের জনসংখ্যার এক তৃতীয়াংশ যুব সমাজের কল্যাণে বাস্তবমুখী কর্মসূচি গ্রহণ ও বাস্তবায়নে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারের অঙ্গীকার রয়েছে।
এবাররের নির্বাচনী ইশতেহারে অন্যতম প্রতিপাদ্য ‘তারুণ্যের শক্তি, বাংলাদেশের সমৃদ্ধি।
বৃহস্পতিবার (৩১ অক্টোবর) সচিবালয়ে যুব ও ক্রীড়া সম্মেলন কক্ষে যুব দিবস উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।
এ সময় উপস্থিত ছিলেন যুব ও ক্রীড়া সচিব আখতার হোসেন, যুব উন্নয়ন অধিদপ্তরের মহা-পরিচালক ফারুক আহমেদ ও যুব ক্রীড়া মন্ত্রণালয়ের ঊধ্বর্তন কর্মকর্তারা।
বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়ার লক্ষ্যে যুব সমাজের সৃজনশীলতা, আত্মপ্রত্যয় ও তাদের কর্মস্পৃহার প্রতি আস্থা রেখে এবার জাতীয় যুব দিবসের প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে ‘দক্ষ যুব গড়ছে দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ। ’
জাহিদ আহসান বলেন, ২০২১ সালের মধ্যে ডিজিটাল বাংলাদেশ, ’৩০ সালের মধ্যে জাতিসংঘ ঘোষিত এসডিজি, সর্বোপরি ’৪১ সালের মধ্যে সমৃদ্ধ বাংলাদেশ গড়ার লক্ষ্যমাত্রা অর্জনে অমিত সম্ভাবনার এ যুব সমাজকে কাজে লাগানো ছাড়া আর কোন বিকল্প নেই। সেলক্ষ্যে অধিদপ্তরের কার্যক্রম তৃণমূল পর্যায়ে আরও প্রসারিত করবে। এছাড়া দেশে-বিদেশে যুবদের অধিক হারে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করতে বর্তমান যুব বান্ধব সরকার বদ্ধপরিকর।
তিনি বলেন, বর্তমান সরকার ২০০৯-২০১৯ সালের ৩০ পর্যন্ত যুব উন্নয়ন অধিদপ্তর থেকে ২৭ লাখ ১৮ হাজার ৬৪৪ জনকে বিভিন্ন ট্রেডে প্রশিক্ষণ দেওয়া হয়েছে। এ পর্যন্ত ৬ লাখ ৮২ হাজার ৪০ জন কর্মসংস্থানের মাধ্যমে স্বাবলম্বী হয়েছে। ৩৭ জেলার ১২৮ উপজেলায় ন্যাশনাল সার্ভিস কর্মসূচির আওতায় মোট দু’লাখ ২৮ হাজার ৭৩৭ জনকে প্রশিক্ষণ এবং দু’লাখ ২৬ হাজার ৪০২ জনকে অস্থায়ী কর্মসংস্থানের ব্যবস্থা করা হয়েছে।
সংবাদ সম্মেলনে জানানো হয়, যুব দিবস উপলক্ষে সরকার সপ্তাহব্যাপী বিভিন্ন কর্মসূচি নিয়েছে। কর্মসূচিগুলো- ১ নভেম্বর সকাল ৮টায় আউটার স্টেডিয়াম সংলগ্ন শেখ রাসেল রোলার স্কেটিং মাঠের সামনে থেকে একটি বর্ণাঢ্য যুব র্যালির আয়োজন করা হয়েছে। দুই থেকে ৮ নভেম্বর বাংলাদেশ শিল্পকলা একাডেমি প্রাঙ্গনে যুবমেলাসহ দেশের প্রতিটি জেলা ও উপজেলাতে বিভিন্ন কর্মসূচি বাস্তবায়িত হবে। এবার প্রশিক্ষণপ্রাপ্তদের মধ্য থেকে কর্মসংস্থান প্রকল্প স্থাপনে দৃষ্টান্তমূলক অবদান রাখার স্বীকৃতি হিসেবে ২২ জনকে জাতীয় যুব পুরস্কার দেওয়া হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রধান অতিথি হিসেবে তাদের পুরস্কার দেবেন বলে সম্মতি জানিয়েছেন।
বাংলাদেশ সময়: ১৪২৯ ঘণ্টা, অক্টোবর ৩১, ২০১৯
জিসিজি/এএটি