ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

জাতীয়

বেনাপোলে সাড়ে ৩ কেজি স্বর্ণসহ আটক ১

উপজেলা করসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৪১ ঘণ্টা, অক্টোবর ৩১, ২০১৯
বেনাপোলে সাড়ে ৩ কেজি স্বর্ণসহ আটক ১

বেনাপোল (যশোর): বেনাপোল চেকপোস্ট থেকে তিন কেজি ৮০০ গ্রাম স্বর্ণসহ সিটি আবাসিক হোটেলের মালিক মোমিন চৌধুরীকে (৪০) আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) ৪৯ ব্যাটালিয়নের সদস্যরা।

বৃহস্পতিবার (৩১ অক্টোবর) সকালে বেনাপোল চেকপোস্ট এলাকা থেকে তাকে আটক করা হয়। মোমিন চৌধুরী সাদিপুর গ্রামের মৃত হাসু চৌধুরীর ছেলে।

বিজিবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বেনাপোল চেকপোস্ট এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করে। এসময় তার শরীর তল্লাশি করে ৪৯টি স্বর্ণের বার জব্দ করা হয়। জব্দকৃত স্বর্ণের আনুমানিক মূল্য এক কোটি ৯৮ লাখ টাকা।

৪৯ বিজিবি ব্যাটলিয়নের অধিনায়ক লে. কর্নেল  সেলিম রেজা জানান, মোমিন চৌধুরীকে মামলা দিয়ে বেনাপোল পোর্ট থানায় সোপর্দের প্রক্রিয়া চলছে।

বাংলাদেশ সময়: ১৪৩৭ ঘণ্টা, অক্টোবর  ৩১, ২০১৯
কেএআর/এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।