বৃহস্পতিবার (৩১ অক্টোবর) সকাল ১১টায় জাতীয় প্রেস ক্লাবের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
কর্মসূচিতে সভাপতিত্ব করেন মুক্তিযোদ্ধা ঐক্য মঞ্চের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা রুহুল আমিন মজুমদার।
মানববন্ধনে বক্তারা সমাজের প্রতিটি স্তরে দুর্নীতি, সন্ত্রাস, মাদক, জঙ্গিবাদসহ নানা অপরাধের মূল উদঘাটন করার জন্য সরকারের কাছে আহ্বান জানান।
প্রধানমন্ত্রীকে উদ্দেশ্য করে বক্তারা কোনো দুর্নীতিবাজ, কোনো প্রশ্নবিদ্ধ মুক্তিযোদ্ধাকে সংসদে, উপজেলা, জেলা ও কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের দায়িত্বে না রাখার জন্য অনুরোধ করেন।
বাংলাদেশ সময়: ১৫০৫ ঘণ্টা, অক্টোবর ৩১,২০১৯
পিএস/ এবি