বৃহস্পতিবার (৩১ অক্টোবর) দুপুর দুইটার দিকে পৌর শহরের তারাগন এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়। সে ওই এলাকার আনোয়ার মিয়ার ছেলে।
আখাউড়ার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুসুল নিজামী বাংলানিউজকে জানান, দুপুরে তারাগন এলাকার একটি পুকুরে শিশুর মরদেহ ভেসে থাকতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে থানায় নিয়ে আসে।
ওসি আরো জানান, প্রাথমিক সুরতহালে তার শরীরে কোনো আঘাতের চিহৃ পাওয়া যায়নি। মরদেহটি দুই/তিন দিন ধরে পানি নিচে পড়ে থাকায় সারা শরীরে পচন ধরে গেছে। পরিবারে পক্ষ থেকে কোনো অভিযোগ পেলে বিষয়টি তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। মরদেহ ময়নাতদন্তের জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
বাংলাদেশ সময়: ১৬২৩ ঘণ্টা,অক্টোবর ৩১, ২০১৯
এসএইচ