ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

জাতীয়

বরিশালে জেএমবির সক্রিয় সদস্য আটক

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৪১ ঘণ্টা, অক্টোবর ৩১, ২০১৯
বরিশালে জেএমবির সক্রিয় সদস্য আটক

বরিশাল: বরিশালে অভিযান চালিয়ে মো. ইমাম হোসেন (৪৮) নামে নিষিদ্ধ ঘোষিত সংগঠন জামাআতুল মুজাহিদীন বাংলাদেশের (জেএমবি) দাওয়াতি শাখার এক সক্রিয় সদস্যকে আটক করেছে র‌্যাব-৮ এর সদস্যরা।  

বৃহস্পতিবার (৩১ অক্টোবর) দুপুরে র‌্যাব-৮ এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করে।  

এর আগে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র‌্যাব-৮ এর আভিযানিক দল বরিশাল মহানগরের এয়ারপোর্ট থানা এলাকা থেকে তাকে আটক করে।

এসময় তার কাছ থেকে বিভিন্ন প্রকার উগ্রপন্থী বই ও লিফলেট উদ্ধার করা হয়।

ইমাম বরিশালের মুলাদী উপজেলার তেরোচড় এলাকার মৃত আবুল হোসেন আকন্দের ছেলে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে ইমাম স্বীকার করে যে, তিনি জেএমবির একজন সক্রিয় সদস্য। তিনি স্থানীয় মাদ্রাসায় নুরানী প্রশিক্ষণ ও কারিয়ানা কোর্সের পাশাপাশি স্থানীয় একটি মসজিদে ইমামতি করেন।  

তিনি শীর্ষ জেএমবি সদস্য মো. সুলতান নাসির উদ্দিনের সান্নিধ্যে জেএমবি কর্মকাণ্ডে অনুপ্রাণিত হন এবং দাওয়াতি কাজ পরিচালনার জন্য ঢাকা, বরিশালসহ দেশের বিভিন্ন স্থানে যান। তিনি দাওয়াতি শাখার একজন সক্রিয় সদস্য।

বর্তমানে ইমাম নিজের পেশার আড়ালে ছদ্মবেশে আত্মগোপন করে উগ্রপন্থী কর্মকাণ্ড নতুনভাবে দেশব্যাপী গুছিয়ে আনতে পরিকল্পনা মোতাবেক কাজ করে আসছেন। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।

বাংলাদেশ সময়: ১৬৩৬ ঘণ্টা, অক্টোবর ৩১, ২০১৯
এমএস/আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।