বৃহস্পতিবার (৩১ অক্টোবর) দুপুর সোয়া ১টার দিকে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে ময়নাতদন্ত শেষে একে একে ছয় শিশুর মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়।
ময়নাতদন্ত হওয়া ছয় শিশু হচ্ছে, রিয়া মনি (৮), নুপুর (১১), ফারজানা (৭), রিফাত (৮), রমজান (১১) ও রুবেল (১১)।
শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজের ফরেনসিক মেডিসিন বিভাগের লেকচারার ডা. কে এম মাইনুদ্দিন বিষয়টি বাংলানিউজকে নিশ্চিত করেছেন।
তিনি বলেন, সিলিন্ডার বিস্ফোরণের কারণে ছয় শিশুই শারীরিকভাবে আঘাত পেয়েছিল। কারও হাত, কারও পা বিচ্ছিন্ন হয়েছে। পেটে আঘাতের কারণে নাড়িভুঁড়ি বেড়িয়ে যাওয়ায় মৃত্যু হয়েছে।
এদিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রূপনগরে নিহত অপর শিশু নিহাদের (৮) ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে। শিগগিরই তার মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে বলে জানান ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ফরেনসিক মেডিসিন বিভাগের প্রধান ডা. সোহেল মাহামুদ।
বুধবার (৩০ অক্টোবর) বিকেল সাড়ে ৩টার দিকে রূপনগর আবাসিক এলাকায় ঝিলপাড় বস্তির সামনে গ্যাস দিয়ে বেলুন ফোলানোর সময় সিলিন্ডার বিস্ফোরণে ঘটনাস্থলেই পাঁচ শিশুর মৃত্যু হয়। পরে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় আরও দুই শিশু।
বাংলাদেশ সময়: ১৭৪০ ঘণ্টা, অক্টোবর ৩১, ২০১৯
এজেডএস/এবি/এফএম