বৃহস্পতিবার (৩১ অক্টোবর) এ সকালে দুর্ঘটনা ঘটে। বাপ্পী উপজেলার উত্তর বাগড়ী এলাকার মতিন হাওলাদারের ছেলে।
থানা ও প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, প্রতিদিনের মত বুধবার (৩০ অক্টোবর) দিনগত রাতে বাড়ি ফিরে ইজিবাইকের ব্যাটারি চার্জের জন্য বৈদ্যুতিক লাইনে সংযোগ দিয়ে রাখে বাপ্পী। রাতের কোনো এক সময় বৈদ্যুতিক লাইনে শর্টসার্কিট হয়ে ইজিবাইক বিদ্যুতায়িত হয়ে থাকে। বৃহস্পতিবার সকালে বাপ্পী ইজিবাইকে হাত লাগানোর সঙ্গে সঙ্গে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত হন। তাৎক্ষণিকভাবে স্থানীয়রা তাকে উদ্ধার করে রাজাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক মৃত ঘোষণা করেণ।
রাজাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদ হোসেন বাংলানিউজকে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
বাংলাদেশ সময়: ১৭৪২ ঘণ্টা, অক্টোবর ৩১, ২০১৯
এমএস/আরবি/