বৃহস্পতিবার (৩১ অক্টোবর) দুপুরে বাঁধন বসুকে ভান্ডারিয়া থানা পুলিশ গ্রেফতার করে।
বাঁধন বসু উপজেলার ভিটাবড়িয়া ইউনিয়নের উত্তর ভিটাবাড়িয়া গ্রামের গৌতম বসুর ছেলে।
এর আগে ধর্ষিতা ওই স্কুলছাত্রীর মা বাদী হয়ে ভান্ডারিয়া থানায় একটি ধর্ষণ মামলা করেন। মামলা সূত্রে জানা গেছে, গত ১৪ সেপ্টেম্বর ওই ছাত্রীর মা চিকিৎসার জন্য বরিশাল যান। ওই দিন রাত ১১টার দিকে ওই স্কুল ছাত্রী তাদের ঘরে বসে পড়াশোনা করছিল। এমন সময় অভিযুক্ত বাধন বসু ওই স্কুলছাত্রীর ঘরে ঢুকে জোর করে তাকে ধর্ষণ করে। পরের দিন ওই স্কুল ছাত্রীর মা বাড়িতে ফিরলে ছাত্রীটি ধর্ষণের বিষয়ে মাকে জানায়।
ভান্ডারিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) এসএম মাকসুদুর রহমান বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করে বলেন, গত দেড়মাস আগে সপ্তম শ্রেণীর এক স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগে অভিযুক্ত স্কুলছাত্রকে গ্রেফতার করা হয়েছে।
বাংলাদেশ সময়: ১৮৩৬, অক্টোবর ৩১, ২০১৯
এমএমইউ