বৃহস্পতিবার (৩১ অক্টোবর) দিনাজপুর স্টেশন ক্লাব চত্বরে সমতলের বৈচিত্র্যময় জাতিসত্তার দিনব্যাপী সাংস্কৃতিক সমাবেশের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি একথা বলেন। অনুষ্ঠানে সমতলের ১৬ আদিবাসী গোষ্ঠী অংশ নেয়।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন দলিত ও ক্ষুদ্র নৃ-গোষ্ঠী সম্পর্কিত সর্বদলীয় সংসদীয় গ্রুপের সদস্য দিনাজপুর-১ আসনের এমপি মনোরঞ্জন শীল গোপাল, ব্রাহ্মণবাড়িয়া-১ আসনের এমপি বদরুদোজ্জা মোহাম্মদ ফরহাদ, সংরক্ষিত নারী আসনের এমপি গ্লোরিয়া ঝর্ণা সরকার, বাংলাদেশের কানাডীয় হাই কমিশনের উন্নয়ন সহযোগিতা বিভাগের প্রধান ফেড্রা মুন মরিস, হেকস ইন্টারন্যাশনালের কান্ট্রি ডাইরেক্টর অনিক আসাদ, জাতিসংঘের প্রতিনিধি জাহিদ হোসেন।
অনুষ্ঠানের শুরুতে অতিথিদের আদিবাসীদের রীতি অনুযায়ী পাগড়ি পরিয়ে বরণ করা হয়। এসময় প্রধানমন্ত্রীর আন্তর্জাতিক বিষয়ক উপদেষ্টা ড. গহর রিজভী প্রদীপ প্রজ্বলন করেন।
বাংলাদেশ সময়: ২০৩৯ ঘণ্টা, অক্টোবর ৩১, ২০১৯
এসএইচ