স্থানীয়রা জানায়, বৃহস্পতিবার (৩১ অক্টোবর) দুপুরে উপজেলার চরহোগলা গ্রামের শাহজাহান হাওলাদারের ছেলে রফিকুল ইসলামের সঙ্গে চরএককরিয়া ইউনিয়নের কাচিয়ারচর গ্রামের মৃত জাহাঙ্গীর বেপারির ১০ম শ্রেণিতে পড়ুয়া মেয়ে সানজিদার বিয়ের আয়োজন করা হয়। ব্যাপক আয়োজনের মধ্য দিয়ে বরপক্ষ কনে বাড়িতে উপস্থিত হয়।
এদিকে, বাল্যবিয়ের খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যান উপজেলা সহকারী কমিশনার আল মামুনসহ পুলিশের একটি দল। এসময় বিয়ে বন্ধ করে দিয়ে বর-কনেসহ উভয় পরিবারকে উপজেলায় নিয়ে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে বাল্যবিয়ের আয়োজন করার অপরাধে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।
উপজেলা সহকারী কমিশনার আল মামুন বলেন, বাল্যবিয়ের আয়োজন করার অপরাধে উভয় পরিবারকে ১০ হাজার টাকা করে ২০ হাজার টাকা জরিমানা ও বিয়ে বন্ধ করে দেওয়া হয়েছে।
বাংলাদেশ সময়: ২১০৪ ঘণ্টা, অক্টোবর ৩১, ২০১৯
এমএস/আরবি/