ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

জাতীয়

নানাবাড়ি বেড়াতে গিয়ে নদীতে প্রাণ গেলো শিশুর 

ডিস্ট্রিক্ট ফটো করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২১১ ঘণ্টা, নভেম্বর ১, ২০১৯
নানাবাড়ি বেড়াতে গিয়ে নদীতে প্রাণ গেলো শিশুর 

বগুড়া: বগুড়ার শিবগঞ্জ উপজেলায় করতোয়া নদীতে ডুবে আব্দুল্লাহ (১১) নামের এক শিশুর প্রাণহানি হয়েছে। 

বৃহস্পতিবার (৩১ অক্টোবর) দুপুর ২টার দিকে উপজেলার রায়নগর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। আব্দুল্লাহ বগুড়ার সোনাতলা উপজেলার কুসারঘোপ গ্রামের তাহের উদ্দিনের ছেলে।

স্থানীয় সূত্রে জানায় যায়, আব্দুল্লার বাবা তাহের উদ্দিন নারায়নগঞ্জে একটি বেসরকারি কোম্পানিতে চাকরি করেন। শিশু আব্দুল্লাহ সেখানেই তৃতীয় শ্রেণিতে লেখাপড়া করতো। গত সপ্তাহে মায়ের সঙ্গে শিবগঞ্জের রায়নগরের সুদামপুর গ্রামে নানা আমজাদ হোসেনের বাড়িতে বেড়াতে যায় সে।

এরই মাঝে বৃহস্পতিবার দুপুরে আব্দুল্লাহসহ অন্য শিশুরা পার্শ্ববর্তী করতোয়া নদীর পাড়ে খেলতে যায়। খেলার এক পর্যায়ে কিনারায় পা ফসকে নদীতে পড়ে নিখোঁজ হয় আব্দুল্লাহ।  

সে সময় সঙ্গে থাকা শিশুরা চিৎকার শুরু করলে স্থানীয়রা ছুটে গিয়ে আব্দুল্লাহকে উদ্ধার করে শিবগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানেই চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন।

সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার সনাতন চক্রবর্তী ঘটনার ব্যাপারে নিশ্চিত করেছেন।  

বাংলাদেশ সময়: ২২০৮ ঘণ্টা, অক্টোবর ৩১, ২০১৯
কেইউএ/এইচজে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।