ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

জাতীয়

বাঙালি ও বাংলাদেশের অস্তিত্বের প্রতিচ্ছবি বঙ্গবন্ধু: মুরাদ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৪৫৫ ঘণ্টা, নভেম্বর ১, ২০১৯
বাঙালি ও বাংলাদেশের অস্তিত্বের প্রতিচ্ছবি বঙ্গবন্ধু: মুরাদ তথ্য প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসান

ঢাকা: বাঙালি জাতি ও বাংলাদেশের অস্তিত্বের প্রতিচ্ছবি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বলে মন্তব্য করেছেন তথ্য প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসান। একই সাথে বঙ্গবন্ধুর দেওয়া ৭ই মার্চ এর ভাষণ পৃথিবীর শ্রেষ্ঠ ভাষণ বলেও মন্তব্য প্রতিমন্ত্রীর।

বৃহস্পতিবার (৩১ অক্টোবর) নাজমুল আহসান সম্পাদিত "কবিতায় বঙ্গবন্ধু-জন্মশতবর্ষে আবৃত্তির ১০০ কবিতা" বই নিয়ে আড্ডার এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। শ্রাবণ প্রকাশনীর ' শ্রাবণ বইগাড়ি ' কর্তৃক পরিবাগ সংস্কৃতি বিকাশ কেন্দ্রে  বঙ্গবন্ধুর জন্মশতবর্ষ উদযাপন উপলক্ষে এই আড্ডা আয়োজিত হয়।

আড্ডায় প্রধান অতিথির বক্তব্যে মুরাদ হাসান বলেন, বাঙালি জাতি ও বাংলাদেশের অস্তিত্বের প্রতিচ্ছবি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। পাকিস্তানি শাসক গোষ্ঠীর বন্দুকের নলের সামনে বঙ্গবন্ধুর ৭ মার্চের অগ্নিঝরা ভাষণ ছিল পৃথিবীর শ্রেষ্ঠ ভাষণ। আর সেই ভাষণের প্রতিটি উক্তিই ছিল বাঙালির স্বপ্নের স্বাধীনতার এক একটি কবিতা।

তথ্য প্রতিমন্ত্রী জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে স্মরণ করে বলেন, জাতির পিতাকে নিয়ে বিশ্বনেতাদের মধ্যে সবচেয়ে বেশি কবিতা, গল্প, উপন্যাস, ছড়া এবং প্রবন্ধ রচনা হয়েছে এবং জাতির পিতাকে আরো বেশি কবিতায় প্রকাশ করে ভবিষ্যৎ প্রজম্মের কাছে তুলে ধরতে কবিদের প্রতি আমি আহ্বান জানাচ্ছি।

প্রতিমন্ত্রী আরও বলেন, বাংলাদেশ এগিয়ে চলছে দুর্বার গতিতে, এই এগিয়ে চলায় বাংলা ও বাঙালিকে উদ্দীপিত করছে তার গৌরবোজ্জ্বল ইতিহাস। আর নীরবে পাথেয় হয়ে আছে বঙ্গবন্ধুর আদর্শ, বঙ্গবন্ধুর স্বপ্ন। তিনি যে অর্থনৈতিক মুক্তির কথা বারবার বলে গিয়েছিলেন, আজ আমরা সেই মুক্তি অর্জনের পথে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আবৃত্তিশিল্পী আশরাফুল আলম ও রূপা চক্রবর্তী এবং উপস্থাপনা করেছেন কবি সাংবাদিক কাজী নুসরাত শারমিন।

বাংলাদেশ সময়: ০০৪২ ঘণ্টা, নভেম্বর ০১, ২০১৯
এসএইচএস/এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।