বৃহস্পতিবার (৩১ অক্টোবর) বিকেলে ঢাকা জেলা উত্তরের সভাপতি ও সাধারণ সম্পাদক স্বাক্ষরকৃত বাংলাদেশ ছাত্রলীগের প্যাডে এ অব্যহতি প্রদান করেন তারা। সেই সাথে তাকে সংগঠন থেকে বহিষ্কারের জন্য বাংলাদেশ ছাত্রলীগের ভারপ্রাপ্ত সভাপতি ও সাধারণ সম্পাদকের কাছে সুপারিশ করেছেন তারা।
এর আগে বুধবার (৩০ অক্টোবর) গভীর রাতে সাভারে অভিযান চালিয়ে স্যুটার গান ও ৫’শ পিস ইয়াবাসহ দক্ষিণপাড়া নিজ বাড়ি সংলগ্ন ব্যক্তিগত অফিস থেকে তাকে আটক করে র্যাব-৪ । আটক ছাত্রলীগ নেতার বিরুদ্ধে পূর্বেও মাদক মামলা রয়েছে এবং সে মাদক ব্যবসায়ী বলেও জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।
আটক প্লাবন খাঁন মজলিশ সরকারি সাভার বিশ্ববিদ্যালয় কলেজ শাখা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক।
র্যাব জানায়, বুধবার গভীররাতে গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৪ এর এএসপি নরেশ চাকমা ও এসআই কাউসার মাতবরের নেতৃত্বে রাজধানীর মিরপুরের র্যাব-৪ এর চৌকস দল সাভার দক্ষিণপাড়া এলাকায় ওই ছাত্রলীগ নেতার ব্যক্তিগত অফিসে অভিযান চালায়। এ সময় তল্লাশি চালিয়ে একটি স্যুটার গান ও ৫’শ পিস ইয়াবাসহ তাকে আটক করা হয়।
মিরপুর র্যাব-৪ এর এডিশনাল ডিআইজি মোজাম্মেল হক ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, অস্ত্র ও মাদকসহ আটক ছাত্রলীগে নেতা দীর্ঘদিন ধরে মাদক ব্যবসা চালিয়ে আসছিলেন। বিভিন্ন গ্রাহকের কাছে ইতোপূর্বে মাদক বিক্রির বিপুল সংখ্যক তথ্য তার কাছ থেকে পাওয়া গেছে। এর আগেও ওই ছাত্রলীগ নেতার বিরুদ্ধে একটি মাদক মামলা রয়েছে বলেও জানান তিনি।
বাংলাদেশ সময়: ০১৩৫ ঘণ্টা, নভেম্বর ০১, ২০১৯
এমএমএস