বৃহস্পতিবার (৩১ অক্টোবর) পর থেকে ভর্তিচ্ছু পরীক্ষার্থী ও তাদের অভিভাবকরা নোয়াখালীতে আসতে শুরু করেন। স্বেচ্ছাসেবকরা তাদেরকে নোয়াখালী পৌরসভা, সদর উপজেলা পরিষদ, রেডক্রিসেন্ট সোসাইটি সহ বিভিন্ন গন্তব্যে পৌঁছে দেয়।
নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) জনসংযোগ কর্মকর্তা ইফতেখার হোসাইন রাজু জানান, ২০১৯-২০২০ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) শ্রেণি প্রথম বর্ষ ভর্তি পরীক্ষা শুক্রবার ১ নভেম্বর ও শনিবার ২ নভেম্বর অনুষ্ঠিত হবে। এবার ৩০টি বিষয়ের ১ হাজার ২৮৫ আসনের (কোটা ছাড়া) বিপরীতে আবেদন জমা পড়েছে ৬৮ হাজার ৭৬০টি।
প্রথমদিন শুক্রবার এ এবং বি ইউনিটের পরীক্ষা যথাক্রমে সকাল ১০.৩০ থেকে দুপুর ১২টা এবং বিকেল ৩টা থেকে ৪টা ৩০ মিনিট পর্যন্ত অনুষ্ঠিত হবে।
দ্বিতীয় দিন শনিবার সি, ডি, ই ও এফ ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত হবে। এদিন সকাল ০৯.০০টা থেকে ১০.৩০টা পর্যন্ত হবে সি ইউনিট এবং দুপুর ১২.৩০টা থেকে ১.৩০টা পর্যন্ত ডি ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত হবে। একইদিন ই এবং এফ ইউনিটের পরীক্ষা যথাক্রমে বিকাল ৩.৩০ মিনিট থেকে ৪টা ৩০ মিনিট পর্যন্ত অনুষ্ঠিত হবে। বিশ্ববিদ্যালয়ের নিজস্ব কেন্দ্র সহ মোট ৩০টি কেন্দ্রে এ পরীক্ষা অনুষ্ঠিত হবে।
ভর্তি পরীক্ষা উপলক্ষে জেলার বাইরে থেকে পরীক্ষার্থী ও তাদের অভিভাবক সহ লক্ষাধিক মানুষের সমাগম ঘটে। অতীতের মতো এবারও এ বিপুল সংখ্যক মানুষের নিখরচায় থাকা-খাওয়া, পরীক্ষা কেন্দ্রে যাতায়াত এবং নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করার লক্ষ্যে স্থানীয় সংসদ সদস্য, নোয়াখালী পৌরসভা, সদর উপজেলা পরিষদ, জেলা রেডক্রিসেন্ট সোসাইটি, জেলা আওয়ামীলীগ, জেলা ছাত্রলীগ সহ বিভিন্ন সংগঠন যে যার অবস্থান থেকে উদ্যোগ নিয়েছে।
সদর-সুবর্ণচর আসনের সংসদ সদস্য একরামুল করিম চৌধুরী, নোয়াখালী পৌরসভার মেয়র শহিদ উল্যাহ খাঁন সোহেল, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান একেএম শামছুদ্দিন জেহান, জেলা রেডক্রিসেন্ট সোসাইটির সেক্রেটারি অ্যাডভোকেট শিহাব উদ্দিন শাহীন সহ আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগের নেতারা এসব কাজ তদারকি করছেন।
এছাড়া বিভিন্ন প্রতিষ্ঠানের স্বেচ্ছাসেবক দল আইন শৃঙ্খলা বাহিনীর সাথে কাজ করে চলছেন।
জেলা প্রশাসক তন্ময় দাসের নেতৃত্বে জেলা প্রশাসন, পুলিশ সুপার মো: আলমগীর হোসেনেরর নেতৃত্বে পুলিশ প্রশাসন আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার কাজ করে যাচ্ছেন। সড়কে যানজট নিরসন ও শিক্ষার্থীদের নিরাপত্তায় নেওয়া হয়েছে সর্বোচ্চ ব্যবস্থা।
বাংলাদেশ সময়: ০২৪০ ঘণ্টা, নভেম্বর ০১, ২০১৯
এমএএম/এমএমএস