ইতোমধ্যে বিশ্ববিদ্যালয় প্রশাসন পরীক্ষার সকল প্রস্তুতি সম্পন্ন করেছে। দূর দূরান্তের পরীক্ষার্থীরা গোপালগঞ্জে আসতে শুরু করেছে।
এ বছর ভর্তি পরীক্ষায় মোট ১ লাখ ৩১ হাজার ১১২ জন শিক্ষার্থী আবেদন করেছে। ৯টি ইউনিটের অধীনে ৩৪ বিভাগে সর্বমোট ২ হাজার ৭৪৫ জন (কোটাবাদে) শিক্ষার্থী ভর্তির সুযোগ পাবেন। এ বছর ভর্তি পরীক্ষায় প্রতি আসনের জন্য প্রায় ৪৮ জন শিক্ষার্থী প্রতিদ্বন্দ্বিতা করবেন।
বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, এবারের ভর্তি পরীক্ষা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসসহ গোপালগঞ্জ শহরের ১৪টি শিক্ষা প্রতিষ্ঠানে অনুষ্ঠিত হবে। প্রতিষ্ঠানসমূহ হলো- বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস, শেখ হাসিনা সরকারি উচ্চ বিদ্যালয় ও কলেজ, স্বর্ণকলি উচ্চ বিদ্যালয়, গোপালগঞ্জ সরকারি টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ, গোপালগঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয়, সরকারি বঙ্গবন্ধু কলেজ, শেখ ফজিলাতুন্নেসা সরকারি মহিলা কলেজ, হাজী লাল মিয়া সিটি কলেজ, গোপালগঞ্জ মহিলা ফাজিল মাদ্রাসা, গোপালগঞ্জ এস কে আলিয়া মাদ্রাসা, যুগশিখা হাই স্কুল, বীণাপাণি সরকারি উচ্চ বিদ্যালয়, এস এম মডেল সরকারি উচ্চ বিদ্যালয় এবং ওহাব আদর্শ উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠিত হবে।
শুক্রবার (১ নভেম্বর) সকাল ১০টায় ‘এফ’ ইউনিট, বিকাল ৩টায় ‘জি’ ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত হবে। আগামী শনিবার (২ নভেম্বর) সকাল ১০টায় ‘ডি’ ইউনিট, বিকাল ৩টায় ‘ই’ ইউনিট, ৮ নভেম্বর সকাল ১০টায় ‘সি’ ইউনিট, বিকাল ৩টায় ‘এইচ’ ইউনিট, এবং ৯ নভেম্বর সকাল ১০টায় ‘আই’ ইউনিট, দুপুর ১টায় ‘বি’ ইউনিট ও বিকাল ৩টায় ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।
এছাড়া ভর্তি পরীক্ষা ও আসন বিন্যাস সংক্রান্ত বিস্তারিত তথ্য বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট www.bsmrstu.edu.bd -এ জানা যাবে|
এদিকে, বিশ্ববিদ্যালয়ে অধ্যায়নরত শিক্ষার্থীরা জেলা ভিত্তিক বিভিন্ন গ্রুপ করে স্ব স্ব জেলা থেকে আগত শিক্ষার্থীদের সহযোগিতার জন্য বিভিন্ন পরীক্ষা কেন্দ্রের বাহিরে হেলপ ডেক্স স্থাপন করেছেন। বিশ্ববিদ্যালয় প্রশাসনের পাশাপাশি তারা শিক্ষার্থী ও অভিভাবকদের থাকা এবং যাতায়াতের জন্য উদ্যোগ গ্রহন করেছেন। এছাড়া গোপালগঞ্জ সদর উপজেলা ছাত্রলীগ ও সরকারি বঙ্গবন্ধু কলেজ শাখা ছাত্রলীগের পক্ষে ফ্রি থাকা ও খাওয়ার ব্যবস্থা করা হয়েছে।
গোপালগঞ্জ সরকারি বঙ্গবন্ধু কলেজ শাখা ছাত্রলীগের সাধারন সম্পাদক জানিয়েছেন, কলেজের হোস্টেলগুলোতে ও ব্যক্তিগত উদ্যোগে কলেজ ছাত্রলীগের পক্ষে দূর দূরান্ত থেকে আগত পরীক্ষাদের আবাসন ও খাবারের ব্যবস্থা নেয়া হয়েছে। এছাড়া পরীক্ষাদের যাতায়াতে সুবিধার্থেও টিম গঠন করে দায়িত্ব দেয়া হয়েছে। যাতে কোন পরীক্ষার্থীকে সমস্যায় পড়তে না হয় তার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হয়েছে।
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. রাজিউর রহমান বলেন, ভর্তি পরীক্ষার সকল প্রস্তুতি বিশ্ববিদ্যালয় প্রশাসন সম্পন্ন করেছে। পরীক্ষার হলে যাতে কোন পরীক্ষা ডিভাইস নিয়ে ঢুকতে না পারে তার জন্য একটি মনিটারিং টিম গঠন করা হয়েছে। দূর-দূরান্ত থেকে আগত শিক্ষার্থী ও তাদের অভিভাবকদের আবাসনের জন্যও সাধ্য মতো প্রস্তুতি নেয়া হয়েছে।
বাংলাদেশ সময়: ঘণ্টা, নভেম্বর ০১, ২০১৯
এমএএম/এমএমএস