বৃহস্পতিবার (৩১ অক্টোবর) রাতে দিনাজপুর-গোবিন্দগঞ্জ আঞ্চলিক মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- ট্রলিচালক বিরামপুর উপজেলার দুর্গাপুর গ্রামের মুকুল হোসেনের ছেলে আল আমিন ইসলাম (২৭) ও ট্রলি শ্রমিক একই উপজেলার কিষ্ট চাঁদপুর গ্রামের তোতা মিয়ার ছেলে আল আমিন (১৭)।
ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফখরুল হাসান বাংলানিউজকে জানান, বিরামপুর থেকে রড নিয়ে ট্রলিটি ফুলবাড়ীর দিকে আসছিল। পথে বাঁশঝাড়া এলাকায় চলন্ত অবস্থায় ট্রলির হিট (ট্রলির ইঞ্জিন ও বগির মধ্যে সংযুক্ত স্থান) খুলে যায়। এতে ট্রলিটি উল্টে গেলে ঘটনাস্থলেই ওই দু’জনের মৃত্যু হয়।
বাংলাদেশ সময়: ০৮৩৫ ঘণ্টা, নভেম্বর ০১, ২০১৯
এসআরএস