ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

জাতীয়

নাটোরে আনসারুল্লাহ বাংলা টিমের ২ সদস্য আটক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬২৮ ঘণ্টা, নভেম্বর ১, ২০১৯
নাটোরে আনসারুল্লাহ বাংলা টিমের ২ সদস্য আটক

নাটোর: নাটোরে বিদেশি পিস্তল, গুলি, বিপুল পরিমাণ উগ্রবাদী বই ও লিফলেটসহ জঙ্গি সংগঠন আনসারুল্লাহ বাংলা টিমের দুই সক্রিয় সদস্যকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) সদস্যরা।

শুক্রবার (০১ নভেম্বর) সকালে সংবাদ বিজ্ঞপ্তিতে এতথ্য জানায় র‌্যাব-৫ নাটোর ক্যাম্প।

আটকরা হলেন- আরিফুল ইসলাম (২৫) ও রবিউল ইসলাম (২৮)।

তবে তাদের সঠিক পরিচয় এখনো জানা যায়নি। তাদের জিজ্ঞাসাবাদ শেষে আসল পরিচয় জানা যাবে।

র‌্যাব-৫, নাটোর ক্যাম্পের কমান্ডার ও সহকারী পুলিশ সুপার (এএসপি) এসএম জামিল আহম্মেদ বাংলানিউজকে জানান, গোপন সংবাদে বৃহস্পতিবার (৩১ অক্টোবর) রাতে কৈগাড়ি কৃষ্টপুর গ্রামের একটি আমবাগানে অভিযান চালিয়ে আনসারুল্লাহ বাংলা টিমের ওই দুই সক্রিয় সদস্যকে আটক করা হয়। সেসময় তাদের কাছ থেকে দুইটি বিদেশি পিস্তল, দুইটি ম্যাগজিন, চার রাউন্ড গুলিসহ বিপুল পরিমাণ উগ্রবাদী বই ও লিফলেট জব্দ করা হয়।  

আটকদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান এএসপি এসএম জামিল আহম্মেদ।

বাংলাদেশ সময়: ১২২৫ ঘণ্টা, নভেম্বর ০১, ২০১৯
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।