শুক্রবার (০১ নভেম্বর) সকালে সংবাদ বিজ্ঞপ্তিতে এতথ্য জানায় র্যাব-৫ নাটোর ক্যাম্প।
আটকরা হলেন- আরিফুল ইসলাম (২৫) ও রবিউল ইসলাম (২৮)।
র্যাব-৫, নাটোর ক্যাম্পের কমান্ডার ও সহকারী পুলিশ সুপার (এএসপি) এসএম জামিল আহম্মেদ বাংলানিউজকে জানান, গোপন সংবাদে বৃহস্পতিবার (৩১ অক্টোবর) রাতে কৈগাড়ি কৃষ্টপুর গ্রামের একটি আমবাগানে অভিযান চালিয়ে আনসারুল্লাহ বাংলা টিমের ওই দুই সক্রিয় সদস্যকে আটক করা হয়। সেসময় তাদের কাছ থেকে দুইটি বিদেশি পিস্তল, দুইটি ম্যাগজিন, চার রাউন্ড গুলিসহ বিপুল পরিমাণ উগ্রবাদী বই ও লিফলেট জব্দ করা হয়।
আটকদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান এএসপি এসএম জামিল আহম্মেদ।
বাংলাদেশ সময়: ১২২৫ ঘণ্টা, নভেম্বর ০১, ২০১৯
এসআরএস