শুক্রবার (০১ নভেম্বর) দুপুর ১২টার দিকে জাতীয় প্রেসক্লাবের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে সভাপতিত্ব করেন সংগঠনের আহ্বায়ক মো. বাহারানে সুলতান বাহার।
মানববন্ধনে বক্তারা বলেন, ২০১২ সালের ২৪ নভেম্বর ভয়াবহ অগ্নিকাণ্ডে তাজরীন ফ্যাশনস লিমিটেড কারখানার ১১৩ জন শ্রমিক নিহত হন। সেসময় প্রধানমন্ত্রী, বিজিএমইএ, শ্রম মন্ত্রণালয়, ব্যাংক-বীমা, এনজিওসহ বিভিন্ন সংগঠন ক্ষতিগ্রস্ত ও নিহত শ্রমিকদের পরিবারকে সাহায্যের আশ্বাস দিয়েছিল। কিন্তু অদ্যাবধি কোনো প্রকার সাহায্য সহযোগিতা ক্ষতিগ্রস্ত শ্রমিকরা পাননি।
অনুষ্ঠানে তাজরীন ফ্যাশনের শ্রমিকরা অভিযোগ করে বলেন, বিভিন্ন সংগঠনের আশ্বাসের পরিপ্রেক্ষিতে আমরা বহুবার বিভিন্ন প্রতিষ্ঠানে ধরনা দিয়েছি। কেউ আমাদের কোনো ধরনের সাহায্য সহযোগিতা করেনি। বহু শ্রমিক পঙ্গুত্ববরণ করে মানবেতর জীবনযাপন করছেন। আমাদের কোনো প্রকার ক্ষতিপূরণ দেওয়া হয়নি। তাই বাধ্য হয়ে এখানে মানববন্ধনে এসে আপনাদের সহযোগিতা কামনা করছি।
বাংলাদেশ সময়: ১২৩৯ ঘণ্টা, নভেম্বর ০১, ২০১৯
আরকেআর/আরবি/