শুক্রবার (০১ নভেম্বর) সকাল ১০টার দিকে রাজশাহী জেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত এক মতবিনিময় সভায় দুর্নীতি দমন কমিশন (দুদক) চেয়ারম্যান এ কথা বলেন।
মানসম্মত প্রাথমিক শিক্ষা বাস্তবায়নেরর লক্ষ্যে বিশেষ সামাজিক উদ্বুদ্ধকরণ সভায় সভাপতিত্ব করেন রাজশাহী জেলা প্রশাসক মো. হামিদুল হক।
ইকবাল মাহমুদ বলেন, সভায় গল্পের ছলে বাচ্চাদের পড়ানো সবচেয়ে ভালো পদ্ধতি। এতে বাচ্চারা শিখবে এবং মনে রাখবে। বাচ্চাদের ভয় দেখিয়ে জয় করা সম্ভব নয়। এটা রাজাদের সময়ে ছিল। তবে এখন আর রাজাদের সময় নয়। গল্পের ছলে আদর করে বাচ্চাদের শেখাতে হবে।
প্রধান অতিথির বক্তব্যে দুদক চেয়ারম্যান বলেন, প্রাথমিকে নৈতিকতার শিক্ষা দিতে না পারলে জাতি ধ্বংস হয়ে যাবে। প্রাথমিক শিক্ষায় শিশুদের মনে দুর্নীতির বিরুদ্ধে উপদেশ ও শিক্ষা দিতে হবে। প্রাথমিকে যারা সুশিক্ষা পেয়েছে, তারা বড় হয়ে দুর্নীতিতে জড়ায় না।
তিনি বলেন, নাগরিকের চাপ না থাকলে প্রশাসন বা দুদকও কাজ করবে না। এজন্য সামাজিক চাপ প্রয়োজন। চাপ থাকলে শিক্ষকরাও পড়াবেন। শিক্ষকদের নির্বাচনের কাজ ছাড়া অন্য কোনো কাজে প্রাথমিক শিক্ষকদের না জড়ানোর বিষয়ে সরকারের কাছে আবেদন করা হবে বলেও জানান তিনি।
মানসম্মত প্রাথমিক শিক্ষা বাস্তবায়নেরর লক্ষ্যে বিশেষ সামাজিক উদ্বুদ্ধকরণ সভায় বিশেষ অতিথি ছিলেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব আকরাম হোসেন, প্রথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক ড. এএফএম মনজুর কাদির।
বাংলাদেশ সময়: ১৩৩০ ঘণ্টা, নভেম্বর ০১, ২০১৯
এসএস/আরবি/