শুক্রবার (০১ নভেম্বর) দুপুরে এ তথ্য নিশ্চিত করেছেন বিজিবি-৫৫ ব্যাটালিয়নের অধিনায়ক এম জাহিদুর রশীদ।
তিনি জানান, ভোরে উপজেলার চন্দিমাবাজার নামক স্থান থেকে এ গাঁজা জব্দ করেন চিমটিবিল সীমান্ত ফাঁড়ির সুবেদার মো. আতাউর রহমান।
ভারত থেকে চোরাকারবারীরা গাঁজা নিয়ে এসেছে এমন খবরের ভিত্তিতে বিজিবি সদস্যরা অভিযান চালিয়ে চন্দিমাবাজার নামক স্থান থেকে পরিত্যক্ত অবস্থায় সেগুলো জব্দ করে। এর আনুমানিক বাজার মূল্য ৫২ হাজার টাকা।
এ ব্যাপারে আইনি প্রক্রিয়া চলমান বলেও জানান বিজিবির এই কর্মকর্তা।
বাংলাদেশ সময়: ১৪৩০ ঘণ্টা, নভেম্বর ০১, ২০১৯
আরএ