ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

জাতীয়

আলীকদম স্বাস্থ্য কমপ্লেক্সের নতুন ভবনের নির্মাণকাজ শুরু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০২২ ঘণ্টা, নভেম্বর ২, ২০১৯
আলীকদম স্বাস্থ্য কমপ্লেক্সের নতুন ভবনের নির্মাণকাজ শুরু স্বাস্থ্য কমপ্লেক্সের নতুন ভবনের নির্মাণকাজ উদ্বোধন করছেন বীর বাহাদুর উশৈসিং। ছবি: বাংলানিউজ

বান্দরবান: বান্দরবানের আলীকদম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে ৩১ থেকে ৫০ শয্যায় উন্নীতকরণের লক্ষ্যে নতুন ভবন নির্মাণ কাজের উদ্বোধন করা হয়েছে। 

শুক্রবার (১ নভেম্বর) দুপুরে পার্বত্য চট্টগ্রাম বিয়ষক মন্ত্রণালয়ের মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি এ নির্মাণ কাজের উদ্বোধন করেন।  

স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের তত্ত্বাবধানে ১৫ কোটি টাকা ব্যয়ে তিনটি ভবন নির্মাণ কাজের ভিত্তি প্রস্তর উদ্বোধন করা হয়।

 

এসময় উপস্থিত ছিলেন- অতিরিক্ত জেলা প্রশাসক শামীম হোসেন, আলীকদম জোন কমান্ডার লে. কর্নেল সাইফ শামীম, অতিরিক্ত পুলিশ সুপার (লামা সার্কেল), রেজওয়ানুল ইসলাম, আলীকদম উপজেলা চেয়ারম্যান মো. আবুল কালাম, উপজেলা নির্বাহী কর্মকর্তা সাহেদ ইকবাল, জেলা সিভিল সার্জন অংশৈ প্রু মারমা, উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী ইয়াছির আরাফাত, প্রকল্প পরিচালক (পিডি) আবদুল আজিজ, জেলা পরিষদ সদস্য মোজাম্মেল হক বাহাদুর, ফাতেমা পারুল, আলীকদম ইউপি চেয়ারম্যান নাছির উদ্দিনসহ রাজনৈতিক নেতারা।

এর আগে সকালে মন্ত্রী পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের অর্থায়নে ১ কোটি ১ লাখ টাকা ব্যয়ে চারটি উন্নয়ন কাজের উদ্বোধন করেন। পরে বিকেলে রেফার ফাঁড়িতে বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেন।  

বাংলাদেশ সময়: ২০১৮ ঘণ্টা, নভেম্বর ০১, ২০১৯
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।