ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

জাতীয়

কক্সবাজারে বাংলাদেশ-ভারত ফ্রেন্ডশিপ সংলাপ শুরু

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১০৯ ঘণ্টা, নভেম্বর ২, ২০১৯
কক্সবাজারে বাংলাদেশ-ভারত ফ্রেন্ডশিপ সংলাপ শুরু বাংলাদেশ-ইন্ডিয়া ফ্রেন্ডশিপ ডায়ালগের নবম আয়োজন

কক্সবাজার: কক্সবাজারে শুরু হয়েছে বাংলাদেশ-ভারত ফ্রেন্ডশিপ সংলাপ। শুক্রবার (১ নভেম্বর) বিকেলে ইনানী বিচের পাশের একটি হোটেলে 'বাংলাদেশ ফাউন্ডেশন ফর রিজিওনাল স্ট্যাডিস' ও 'ইন্ডিয়া ফাউন্ডেশন'-এর যৌথ  উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

বাংলাদেশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের সমর্থনে ও ফ্রেন্ডস অব বাংলাদেশের ব্যবস্থাপনায় এটি বাংলাদেশ-ইন্ডিয়া ফ্রেন্ডশিপ ডায়ালগের নবম আয়োজন।

বিকেলে আয়োজিত দু’দিনের এ সংলাপের উদ্বোধনী অনুষ্ঠান প্রধান অতিথি ছিলেন জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী।

 

পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত এ আয়োজনে সর্বভারতীয় জনতা পার্টি, বিজেপির সাধারণ সম্পাদক রাম মাধব বানারাসি, আসাম প্রাদেশিক সরকারের অর্থমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মা, বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার রীভা গাঙ্গুলি দাশ, বিমসটেকের সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম বক্তব্য দেন।  

উদ্বোধনী অনুষ্ঠানে তথ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি হাসানুল হক ইনু, বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির নানকসহ দু’দেশের সংসদ সদস্য, কূটনীতিক, বিশিষ্ট রাজনীতিক, বুদ্ধিজীবী, গবেষক, নিরাপত্তা ও অর্থনৈতিক বিশ্লেষকসহ গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।  

উদ্বোধনী বক্তব্যে স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী বলেন, এমন আয়োজন ভারত বাংলাদেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে উচ্চ এক মাত্রায় নিয়ে যাবে। এক সঙ্গে দু’দেশের মধ্যে বিরাজমান সমস্যা সুনির্দিষ্ট করে তা নিরসনে সহায়ক ভূমিকা রাখবে এবং বহুমাত্রিক সম্পর্ক আরও জোরদার করবে।

পরে অনুষ্ঠানে অহমিয়া ভাষায় অনুবাদ করা বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনী গ্রন্থ অতিথিদের হাতে তুলে দেওয়া হয়।

বাংলাদেশ সময়: ২১০৬ ঘণ্টা, নভেম্বর ০১, ২০১৯
এসবি/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।