রোববার (৩ নভেম্বর) আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, চার দিনের সরকারি সফরকালে সেনাবাহিনী প্রধান চীনের প্রতিরক্ষামন্ত্রী এবং পিপলস লিবারেশন আর্মি গ্রাউন্ড ফোর্সের কমান্ডারসহ ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তাদের সঙ্গে সাক্ষাৎ করবেন।
এছাড়া তিনি চীন অলিম্পিক কমিটির নেতাদের সঙ্গে সাক্ষাৎ করবেন। তিনি চীনের একাধিক সামরিক ও অসামরিক স্থাপনা এবং গবেষণা প্রতিষ্ঠানও পরিদর্শন করবেন।
সফর শেষে সেনাবাহিনী প্রধান আগামী শনিবার (৯ নভেম্বর) দেশে ফেরার কথা রয়েছে।
বাংলাদেশ সময়: ১৬৪০ ঘণ্টা, নভেম্বর ০৩, ২০১৯
আরবি/