ঢাকা, রবিবার, ৪ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

জাতীয়

বরগুনায় পাউরুটি খেয়ে ২২ শিক্ষার্থী অসুস্থ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২১৪ ঘণ্টা, নভেম্বর ৩, ২০১৯
বরগুনায় পাউরুটি খেয়ে ২২ শিক্ষার্থী অসুস্থ আবিদা ব্রেড অ্যান্ড কনফেশনারির পাউরুটি ও অসুস্থ শিক্ষার্থীরা। ছবি: বাংলানিউজ

বরগুনা: বরগুনা পৌরসভার সোনাখালীর আবিদা ব্রেড অ্যান্ড কনফেশনারির পাউরুটি খেয়ে শামছুল হক শিশু সদন হিফজুল কোরআন ও নূরানি ক্যাডেট মাদ্রাসার ২২ শিক্ষার্থী অসুস্থ হয়ে বরগুনা জেনারেল হাসপাতালে ভর্তি হয়েছে।

রোববার (৩ নভেম্বর) সকাল পৌনে ১১টার দিকে তারা ওই পাউরুটি খাওয়ার পর অসুস্থ হয়ে পড়ে।  

ওই মাদ্রাসার শিক্ষক জাকারিয়া জানান, প্রতিদিনের মতো আজও সোনাখালীর আবিদা ব্রেড অ্যান্ড কনফেশনারি থেকে পাউরুটি আনা হয়।

যে কয়জন শিক্ষার্থী ওই পাউরুটি খেয়েছে শুধু তারাই অসুস্থ হয়েছে।  

তিনি আরও জানান, ওই পাউরুটির প্যাকেটের গায়ে কোনো মেয়াদোত্তীর্ণ তারিখ ছিল না। এতে ধারণা করা হচ্ছে পাউরুটিগুলো কয়েকদিন আগের ছিল।  

তৃতীয় শ্রেণির ছাত্র জুবায়ের, নাজমুল, সিফাত, মোস্তাফিজুর, তরিকুল, সোহেল বাংলানিউজকে জানায়, রুটি খাওয়ার সঙ্গে সঙ্গেই আমাদের পেটে ব্যথা শুরু হয়। এরপর শিক্ষকরা আমাদের হাসপাতালে নিয়ে আসেন।  

বরগুনা জেনারেল হাসাপাতালের দায়িত্বরত চিকিৎসক সিদ্ধার্থ বড়াল বাংলানিউজকে জানান, প্রাথমিক চিকিৎসা শেষে কয়েকজন শিক্ষার্থী সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছে। বাকিরাও শিগগিরই সুস্থ হয়ে বাড়ি ফিরবে।

খবর পেয়ে অভিযুক্ত কনফেশনারিতে বরগুনা থানা পুলিশ অভিযান চালানোর আগেই প্রতিষ্ঠান মালিক পালিয়ে যায়।  

বাংলাদেশ সময়: ১৭১২ ঘণ্টা, নভেম্বর ০৩, ২০১৯
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।