ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

জাতীয়

পেঁয়াজের দাম বেশি রাখায় হবিগঞ্জে ৩ প্রতিষ্ঠানকে জরিমানা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২৫২ ঘণ্টা, নভেম্বর ৪, ২০১৯
পেঁয়াজের দাম বেশি রাখায় হবিগঞ্জে ৩ প্রতিষ্ঠানকে জরিমানা

হবিগঞ্জ: হবিগঞ্জ শহরের চৌধুরীবাজার এলাকায় পেঁয়াজের দাম বেশি রাখার দায়ে তিন ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষাণ অধিদপ্তর।

সোমবার (৪ নভেম্বর) দুপুরে এ অভিযান পরিচালনা করেন অধিদপ্তর হবিগঞ্জ কার্যালয়ের সহকারী পরিচালক মো. আমিরুল ইসলাম মাসুদ। এসময় উপস্থিত ছিলেন হবিগঞ্জ জেলা পুলিশের সদস্যরা।

বাংলানিউজকে তিনি জানান, সোমবার পেঁয়াজের দাম কমে কেজি প্রতি ১১০ টাকায় এলেও বাজারের অস্থিরতার সুযোগ নিয়ে কিছু ব্যবসায়ী আগের দিনের ১২০ ও ১৩০ টাকা দামেই তা বিক্রি করার দায়ে অভি স্টোরকে দুই হাজার, শেখ জুলি স্টোরকে দুই হাজার ও সুবোধ কুড়ি নামে এক প্রতিষ্ঠানকে ৫শ’ টাকা জরিমানা করা হয়।  

বাংলাদেশ সময়: ১৭৫০ ঘণ্টা, নভেম্বর ০৪, ২০১৯
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।