ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

জাতীয়

কলাপাড়ায় কোচিং পরিচালনার দায়ে শিক্ষকের জেল

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩২৬ ঘণ্টা, নভেম্বর ৪, ২০১৯
কলাপাড়ায় কোচিং পরিচালনার দায়ে শিক্ষকের জেল

পটুয়াখালী: পটুয়াখালীর কলাপাড়ায় সাম্প্রতিক সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে কোচিং পরিচালনার দায়ে রেজাউল করিম নামে এক মাদ্রাসা শিক্ষককে সাত দিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

রোববার (০৩ নভেম্বর) রাতে পটুয়াখালী জেলার কলাপাড়া উপজেলার নীলগঞ্জ ইউনিয়নের মোস্তফাপুর গ্রামের সামসুন্নাহার বালিকা দাখিল মাদ্রাসা থেকে তাকে আটক করা হয়।

সকালে বিষয়টি নিশ্চিত করেন কলাপাড়া সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট অনুপ দাশ।

আটক শিক্ষক নীলগঞ্জ ইউনিয়নের সামসুন্নাহার বালিকা দাখিল মাদ্রাসার তথ্য ও প্রযুক্তি (আইসিটি) বিষয়ক শিক্ষক।

নির্বাহী ম্যাজিস্ট্রেট অনুপ দাশ বলেন, অভিযুক্ত ওই শিক্ষক সরকারি নির্দেশনা অমান্য করে নিজ শিক্ষা প্রতিষ্ঠানে কোচিং সেন্টার পরিচালনা করে আসছিলেন। যার কারণে তাকে পুলিশের সহায়তায় আটক করা হয়।

পরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ওই শিক্ষককে দণ্ডবিধির ১৮৬০ এর ১৮৮ ধারা মোতাবেক সাত দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

বাংলাদেশ সময়: ১৮২৫ ঘণ্টা, নভেম্বর ০৪, ২০১৯
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।