রোববার (০৩ নভেম্বর) রাতে পটুয়াখালী জেলার কলাপাড়া উপজেলার নীলগঞ্জ ইউনিয়নের মোস্তফাপুর গ্রামের সামসুন্নাহার বালিকা দাখিল মাদ্রাসা থেকে তাকে আটক করা হয়।
সকালে বিষয়টি নিশ্চিত করেন কলাপাড়া সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট অনুপ দাশ।
আটক শিক্ষক নীলগঞ্জ ইউনিয়নের সামসুন্নাহার বালিকা দাখিল মাদ্রাসার তথ্য ও প্রযুক্তি (আইসিটি) বিষয়ক শিক্ষক।
নির্বাহী ম্যাজিস্ট্রেট অনুপ দাশ বলেন, অভিযুক্ত ওই শিক্ষক সরকারি নির্দেশনা অমান্য করে নিজ শিক্ষা প্রতিষ্ঠানে কোচিং সেন্টার পরিচালনা করে আসছিলেন। যার কারণে তাকে পুলিশের সহায়তায় আটক করা হয়।
পরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ওই শিক্ষককে দণ্ডবিধির ১৮৬০ এর ১৮৮ ধারা মোতাবেক সাত দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।
বাংলাদেশ সময়: ১৮২৫ ঘণ্টা, নভেম্বর ০৪, ২০১৯
আরএ