সোমবার (০৪ নভেম্বর) দুপুরে বরিশাল পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষক কর্মচারীদের আয়োজনে এই সভা অনুষ্ঠিত হয়।
ইনস্টিটিউটের অধ্যক্ষ ড. প্রকৌশলী রুহুল আমিনের সভাপতিত্বে প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন- প্রকৌশলী মো. আব্দুর রকিব, রেজাউল বাহার, ইউসুফ আলী, মামুনুর রশীদসহ বিভিন্ন বিভাগের প্রধানরা।
আরও পড়ুন>> অধ্যক্ষকে পুকুরে ফেলে দিলো ছাত্রলীগ!
প্রতিবাদ সভায় বক্তারা বলেন, রাজশাহীতে যে ঘটনা ঘটানো হয়েছে এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। পাশাপশি এই ঘটনার সঙ্গে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করছি। যারা এই ঘটনা ঘটিয়েছে তারা ছাত্র হতে পারে না। এরা সন্ত্রাসী।
বাংলাদেশ সময়: ১৮৫২ ঘণ্টা, নভেম্বর ০৪, ২০১৯
এমএস/এইচএডি/