সোমবার (৪ নভেম্বর) সকালে নগরীর আমানতগঞ্জ কসাই বাড়ির পুল এলাকায় ঘটনাটি ঘটে।
নিহত রুহুল আমিন হাওলাদার (২৪) ভোলা সদর উপজেলার ধীঘলদী এলাকার মোহাম্মদ আলী’র ছেলে ও নগরের উত্তর আমানতগঞ্জ এলাকার বাসিন্দা।
ঘটনার প্রত্যক্ষদর্শী সোহাগ জানান, পাওনা টাকা নিয়ে রুহুল ও সুমনের মধ্যে বিরোধ দেখা দেয়। সকালে রুহুল মোবাইল ফোনে সুমনের কাছে টাকা চান। পরে, বিকেল সাড়ে ৩টায় আমানতগঞ্জ কসাইবাড়ির পুল এলাকায় তাদের দেখা হয়। সেখানে কথা কাটাকাটি ও হাতাহাতির এক পর্যায়ে সুমন চাকু দিয়ে রুহুলের হাতে ও গলায় কোপ দিয়ে পালিয়ে যান।
ঘটনাস্থলে থাকা অপর দুই বন্ধু সোহাগ ও রিপন মুমূর্ষু অবস্থায় রুহুলকে উদ্ধার করে শেবাচিম হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহতের শ্বশুর শফিউল ইসলাম জানান, রুহুলের ১৪ মাসের একটি পুত্রসন্তান রয়েছে। এর আগে তিনি ঢাকায় চাকরি করতেন। রুহুল ও সুমন একে অপরের ভালো বন্ধু ছিলেন।
বরিশাল কোতয়ালী মডেল থানার পরিদর্শক (তদন্ত) আসাদুজ্জামান বাংলানিউজকে বলেন, পাওনা টাকা নিয়ে বিরোধের জেরে এ ঘটনা ঘটেছে বলে শুনেছি। এনিয়ে তদন্ত চলছে। হামলাকারীকে দ্রুত গ্রেফতারের চেষ্টা হচ্ছে।
বাংলাদেশ সময়: ১৯১২ ঘণ্টা, নভেম্বর ০৪, ২০১৯
এমএস/কেএসডি/