ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

জাতীয়

খাগড়াছড়ি সদর উপজেলা আ’লীগের দায়িত্বে সঞ্জিব-বিশ্বজিৎ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২১৯ ঘণ্টা, নভেম্বর ৫, ২০১৯
খাগড়াছড়ি সদর উপজেলা আ’লীগের দায়িত্বে সঞ্জিব-বিশ্বজিৎ

খাগড়াছড়ি: খাগড়াছড়ি সদর উপজেলা আওয়ামী লীগের নতুন সভাপতি নির্বাচিত হয়েছেন সঞ্জিব ত্রিপুরা এবং সাধারণ সম্পাদক হয়েছেন বিশ্বজিৎ রায় দাশ।

সোমবার (০৪ নভেম্বর) বিকেলে খাগড়াছড়ি সদর উপজেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক কাউন্সিল ও সম্মেলনে কাউন্সিলরদের মতামতের ভিত্তিতে এ নির্বাচন অনুষ্ঠিত হয়।
 
এর আগে সকালে জেলা শহরের টাউন হলের সামনে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করে সম্মেলনের উদ্বোধন করেন শরণার্থী পুনর্বাসন বিষয়ক টাস্কফোর্সের চেয়ারম্যান ও খাগড়াছড়ি জেলা আওয়ামী লীগের সভাপতি কুজেন্দ্র লাল ত্রিপুরা।

পরে টাউন হল প্রাঙ্গণে সম্মেলনের মূল আনুষ্ঠানিকতা শুরু হয়।
 
খাগড়াছড়ি জেলা আওয়ামী লীগের উপদেষ্টা আলিম উল্লাহ, সিনিয়র সহ-সভাপতি রণবিক্রম ত্রিপুরা, সহ-সভাপতি কল্যান মিত্র বড়ুয়া, চাইথোঅং মারমা, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক নির্মলেন্দু চৌধুরী, সাংগঠনিক সম্পাদক আশুতোষ চাকমাসহ জেলা ও উপজেলা আওয়ামী লীগের নেতা, কাউন্সিলর ও ডেলিগেটরা সম্মেলনে উপস্থিত ছিলেন।  
 
পরে কাউন্সিলদের মতামতের ভিত্তিতে খাগড়াছড়ি জেলা আওয়ামী লীগের সভাপতি কুজেন্দ্র লাল ত্রিপুরা সভাপতি ও সম্পাদকের নাম ঘোষণা করেন।
 
সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক মো. নুরুল আজম বলেন, সবার ঐক্যমতের ভিত্তিতে সম্মেলনে সভাপতি ও সম্পাদকের নাম ঘোষণা করা হয়েছে। পরে তারা পূর্ণাঙ্গ কমিটি গঠন করবে।

বাংলাদেশ সময়: ২১১৮ ঘণ্টা, নভেম্বর ০৪, ২০১৯
এডি/এবি/এইচএডি
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।