ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

জাতীয়

১০ কোটি টাকা আত্মসাৎ মামলায় লস্কর গ্রুপের এমডি আটক

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২২৭ ঘণ্টা, নভেম্বর ৫, ২০১৯
১০ কোটি টাকা আত্মসাৎ মামলায় লস্কর গ্রুপের এমডি আটক

খুলনা: প্রিমিয়ার ব্যাংকের ১০ কোটি ২৪ লাখ ৫৩ হাজার টাকা আত্মসাৎ করার অভিযোগে লস্কর গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক জুনায়েদ হোসেন লস্করকে আটক করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। 

সোমবার (০৪ নভেম্বর) দুপুরে খুলনার নুরনগর এলাকা থেকে তাকে আটক করা হয়।

এর আগে ১৯ আগস্ট জুনায়েদ হোসেন লস্করকে আসামি করে মামলা করেন দুদকের সহকারী পরিচালক মোশাররফ হোসেন।

মামলার তদন্ত কর্মকর্তা ও দুদকের খুলনা কার্যালয়ের উপ-সহকারী পরিচালক নীল কমল পাল জানান, ২০০৪ সালের ২৭ জানুয়ারি থেকে ২০০৯ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত জুনায়েদ হোসেন লস্কর তার মালিকানাধীন প্রতিষ্ঠান লস্কর ট্রেডার্সের নামে প্রিমিয়ার ব্যাংক থেকে চার কোটি ৯৭ লাখ টাকা ঋণ নেন। ২০১৭ সালের ১৮ নভেম্বর পর্যন্ত সেই ঋণ সুদে-আসলে ১০ কোটি ২৪ লাখে দাঁড়িয়েছে। পুরো টাকাই তিনি আত্মসাৎ করেছেন। এ বিষয়ে মামলা হওয়ার পর তাকে আটক করা হয়েছে।

লস্কর গ্রুপের এসপি গোল্ডেন লাইন নামের পরিবহন সেবা চালু রয়েছে।

বাংলাদেশ সময়: ২১২৭ ঘণ্টা, নভেম্বর ০৪, ২০১৯
এমআরএম/এবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।