ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

জাতীয়

মিরপুরে অস্ত্রের ডিলার আটক

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৩৪ ঘণ্টা, নভেম্বর ৫, ২০১৯
মিরপুরে অস্ত্রের ডিলার আটক

ঢাকা: রাজধানীর মিরপুর এলাকায় অভিযান চালিয়ে অবৈধ অস্ত্রের এক ডিলারকে আটক করেছে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

সোমবার (০৪ নভেম্বর) দিনগত রাতে তাকে আটক করা হয়েছে।

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) উপ-কমিশনার (ডিসি) মাসুদুর রহমান জানান, গোপন তথ্যের ভিত্তিতে মিরপুর এলাকায় অভিযান চালিয়ে অবৈধ অস্ত্রের এক ডিলারকে আটক করা হয়েছে।

এ সময় তার কাছ থেকে ৪টি আগ্নেয়াস্ত্র এবং ১৭ রাউন্ড গুলি জব্দ করা হয়।

মঙ্গলবার (০৫ নভেম্বর) বেলা সাড়ে ১১ টায় ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ বিষয়ে বিস্তারিত জানানো হবে বলেও জানান তিনি।  

বাংলাদেশ সময়: ১০৩১ ঘণ্টা, নভেম্বর ০৫, ২০১৯
পিএম/এমএ 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।