ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

জাতীয়

ঢাকায় এসেছেন এলিস ওয়েলস

ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৫২ ঘণ্টা, নভেম্বর ৫, ২০১৯
ঢাকায় এসেছেন এলিস ওয়েলস এলিস ওয়েলস। ছবি: সংগৃহীত

ঢাকা: যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক ভারপ্রাপ্ত সহকারী পররাষ্ট্রমন্ত্রী এলিস ওয়েলস তিনদিনের সফরে মঙ্গলবার (৫ নভেম্বর) ঢাকায় এসেছেন। পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।

জানা যায়, এলিস ওয়েলস থাইল্যান্ডে ইন্দো-প্যাসিফিক বিজনেস ফোরামে যোগ দেন। সেখান থেকে বাংলাদেশে এসেছেন তিনি।

সূত্র জানায়, ঢাকা সফরকালে এলিস ওয়েলস পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন, পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলমসহ সরকারের শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করবেন।  

এছাড়া, রোহিঙ্গা পরিস্থিতি দেখতে কক্সবাজার যাবেন এলিস। সফর শেষে আগামী ৭ নভেম্বর ঢাকা ত্যাগ করবেন তিনি।

বাংলাদেশ সময়: ১১৫০ ঘণ্টা, নভেম্বর ০৫, ২০১৯
টিআর/একে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।