ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

জাতীয়

দুদকের অভিযান, ঘুষের টাকাসহ সার্ভেয়ার আটক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৫৬ ঘণ্টা, নভেম্বর ৫, ২০১৯
দুদকের অভিযান, ঘুষের টাকাসহ সার্ভেয়ার আটক আটক সার্ভেয়ার মো. আল আমিন। ছবি: বাংলানিউজ

দিনাজপুর: জেলা পরিষদে অভিযান চালিয়ে ঘুষ গ্রহণের সময় মো. আল আমিন নামে এক সার্ভেয়ারকে হাতেনাতে আটক করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক) দিনাজপুর সমন্বিত জেলা কার্যালয়।

মঙ্গলবার (৫ নভেম্বর) সকাল সাড়ে ১০টায় দিনাজপুর জেলা পরিষদ থেকে তাকে আটক করে দুদক।

দুদক সমন্বিত জেলা কার্যালয়ের উপ-পরিচালক আবু হেনা আশিকুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, দিনাজপুর সদর উপজেলার বড়ইল গ্রামের মো. সাইফুল আলীর স্ত্রী শাবানা খাতুন জেলা পরিষদের বাঙ্গিবেচা মৌজায় সাড়ে ৯ শতক জমি লিজ নেওয়ার জন্য আবেদন করেন। জেলা পরিষদ জমিটি লিজ দেওয়ার পক্ষে মতামত দিলেও শাবানা খাতুনের কাছে সার্ভেয়ার আল আমিন ২০ হাজার টাকা ঘুষ দাবি করেন। টাকা না দিলে তাকে ওই জমি লিজ দেওয়া হবে না জানিয়ে দেন সার্ভেয়ার আল আমিন। এ ব্যাপারে সমন্বিত জেলা দুদক অফিসে অভিযোগ করেন শাবান খাতুন।

মঙ্গলবার সকালে শাবান খাতুন জমির লিজ নেওয়ার জন্য আল আমিনকে ২০ হাজার টাকা দেন। এসময় অভিযান চালিয়ে সার্ভেয়ার আল আমিনকে ঘুষের টাকাসহ হাতেনাতে আটক করে দুদক।

এ ব্যাপারে সার্ভেয়ার আল আমিনের বিরুদ্ধে মামলা দায়ের করেছে দুদক।

বাংলাদেশ সময়: ১৩৫২ ঘণ্টা, নভেম্বর ০৫, ২০১৯
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।