ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

জাতীয়

সিলেটে বাসচাপায় পথচারীর মৃত্যু

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০০৩ ঘণ্টা, নভেম্বর ৫, ২০১৯
সিলেটে বাসচাপায় পথচারীর মৃত্যু

সিলেট: সিলেটে যাত্রীবাহী বাসের সঙ্গে সিএনজিচালিত অটোরিকশার সংঘর্ষে তাজেল আহমদ (২৪) নামে এক পথচারীর মৃত্যু হয়েছে। এঘটনায় আহত হয়েছেন অটোরিকশা চালক।

তাজেল আহমদ উপজেলার চারখাই ইউনিয়নের জালালনগর গ্রামের ইয়াছিন আলীর ছেলে।

মঙ্গলবার (৫ নভেম্বর) সকালে বিয়ানীবাজার উপজেলার চারখাই বাজার সংলগ্ন আঞ্চলিক মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা বাংলানিউজকে জানান, সিলেট থেকে ছেড়ে আসা জকিগঞ্জগামী একটি বাস বিয়ানীবাজার উপজেলার চারখাই বাজার সংলগ্ন আঞ্চলিক মহাসড়কে পৌঁছালে সিএনজিচালিত একটি অটোরিকশাকে ধাক্কা দেয়। ঘটনার সময় সড়কের পাশ দিয়ে হেঁটে যাচ্ছিলেন তাজেল। এমন সময় বাসের চাপায় ঘটনাস্থলেই তিনি মারা যান।
 
বিয়ানীবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অবনী শংকর কর বাংলানিউজকে বলেন, যাত্রীবাহী বাসটি ওভারটেক করতে গিয়ে সিএনজি অটোরিকশাকে ধাক্কা দেয় এবং বাসের চাপায় পথচারীর মৃত্যু হয়।
 
বাসটি জব্দ করা হলেও চালক ও সহকারী পালিয়ে গেছে। সুরতহাল প্রতিবেদন প্রস্তুতের পর নিহতের মরদেহ ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে বলেও জানান ‍পুলিশের এ কর্মকর্তা।

বাংলাদেশ সময়: ১৫০০ ঘণ্টা, নভেম্বর ০৫, ২০১৯
এনইউ/ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।