ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

জাতীয়

বালিয়াকান্দিতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে স্কুলছাত্রীর মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০০৮ ঘণ্টা, নভেম্বর ৫, ২০১৯
বালিয়াকান্দিতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে স্কুলছাত্রীর মৃত্যু

রাজবাড়ী: রাজবাড়ীর বালিয়াকান্দিতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মিম আক্তার (১৩) নামে স্কুলছাত্রীর মৃত্যু হয়েছে। 

মঙ্গলবার (০৫ নভেম্বর) সকালে উপজেলার নারুয়া ইউনিয়নের কোনা গ্রামে এ দুর্ঘটনা ঘটে। মিম একই গ্রামের শাহিন মণ্ডলের মেয়ে ও মুনছুর আলী উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির শিক্ষার্থী।

 

নারুয়া ৫ নম্বর ওয়ার্ড সদস্য আব্দুল আলীম বাংলানিউজকে জানান, বৈদ্যুতিক পানির মোটরের সঙ্গে বেঁধে রাখা জিআই তারের ওপর কাপড় শুকাতে গেলে বিদ্যুৎস্পৃষ্ট হয় মিম। তাকে উদ্ধার করে বালিয়াকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।  

বাংলাদেশ সময়: ১৫০৭ ঘণ্টা, নভেম্বর ০৫, ২০১৯
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।