মঙ্গলবার (৫ নভেম্বর) পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেনের সঙ্গে এক বৈঠকে তিনি এ আশ্বাস দেন।
পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিজ্ঞপ্তিতে জানায়, ঢাকায় নিযুক্ত থাইল্যান্ডের নতুন রাষ্ট্রদূত অরুনরাং ফথোং হামপ্রে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেনের সঙ্গে বৈঠক করেছেন।
বৈঠকে বাংলাদেশে বিনিয়োগের জন্য থাইল্যান্ডের প্রতি আহ্বান জানিয়ে পররাষ্ট্রমন্ত্রী বলেন, দক্ষিণ এশিয়ার যেকোনো দেশের চেয়ে বাংলাদেশে বিনিয়োগে লাভ বেশি। এ সময় বাংলাদেশের পযর্টনখাত বিকাশে থাইল্যান্ডের সহায়তা চান ড. মোমেন।
বাংলাদেশ সময়: ১৭৩৫ ঘণ্টা, নভেম্বর ০৫, ২০১৯
টিআর/ওএইচ/