ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

জাতীয়

একই তথ্যে একাধিক বিও হিসাব বন্ধের সময়সীমা ফের বাড়লো

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩৩৬ ঘণ্টা, নভেম্বর ৫, ২০১৯
একই তথ্যে একাধিক বিও হিসাব বন্ধের সময়সীমা ফের বাড়লো প্রতীকী ছবি

ঢাকা: একই জাতীয় পরিচয়পত্র, একই মোবাইল নম্বর ও একই ব্যাংক হিসাব ব্যবহার করে খোলা বিভিন্ন বিও হিসাব বন্ধের সময়সীমা দ্বিতীয় দফায় বাড়িয়েছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।

মঙ্গলবার (৫ নভেম্বর) বিএসইসির ৭০৪তম নিয়মিত সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। বিএসইসির নির্বাহী পরিচালক ও মুখপাত্র মো. সাইফুর রহমান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, একই জাতীয় পরিচয়পত্র, মোবাইল নম্বর এবং ব্যাংক হিসাব ব্যবহার করে খোলা বিভিন্ন বিও হিসাব বন্ধের সময়সীমা দ্বিতীয় দফা বাড়িয়ে আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত করা হয়েছে।

এরআগে গত ২০ জুন ৬৯০তম কমিশন সভায় একই জাতীয় পরিচয়পত্র, মোবাইল নম্বর ও ব্যাংক হিসাব ব্যবহার করে খোলা বিভিন্ন বিও হিসাব বন্ধের জন্য এক সার্কুলারের মাধ্যমে এ সমস্যা সমাধানের জন্য নির্দেশ দেয় কমিশন। এই সার্কুলারের সময় গত ২১ জুলাই শেষ হয়েছে। এরপর গত ২৩ জুলাই কমিশনের ৬৯৪তম সভায় এই সময় প্রথম দফা বাড়িয়ে গত ২১ অক্টোবর পর্যন্ত করা হয়েছিল।

বাংলাদেশ সময়: ১৮৩২ ঘণ্টা, নভেম্বর ০৫, ২০১৯
এসএমএকে/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।