ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

জাতীয়

হোসেনপুরে ভূমিহীনদের মধ্যে খাস কৃষিজমি হস্তান্তর

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০৫০ ঘণ্টা, নভেম্বর ৬, ২০১৯
হোসেনপুরে ভূমিহীনদের মধ্যে খাস কৃষিজমি হস্তান্তর

কিশোরগঞ্জ: কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলায় ভূমিহীনদের মধ্যে খাস কৃষিজমি হস্তান্তর করা হয়েছে।

মঙ্গলবার (৫ নভেম্বর) দুপুরে উপজেলার আসাদুজ্জামান খান অডিটরিয়ামে এসব জমির কবুলিয়ত দলিল হস্তান্তর করেন জেলা প্রশাসক (ডিসি) সারওয়ার মুর্শেদ চৌধুরী।

এর আাগে উপজেলার বিভিন্ন এলাকার ৯টি পরিবারের মধ্যে এসব খাস কৃষিজমি বরাদ্দ দেওয়া হয়।



উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শেখ মহিউদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ সোহেল, সহকারী কমিশনার (ভূমি) ওয়াহিদুজ্জামান, উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি জহিরুল ইসলাম নুরু মিয়া, সাধারণ সম্পাদক শাহ মাহবুবুল হক, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ ইমরুল কায়েস, উপজেলা সমাজসেবা কর্মকর্তা খলিলুর রহমান সরকার, আড়াইবাড়িয়া ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান খুর্শিদ উদ্দিন, উপজেলা কৃষকলীগের সভাপতি আক্তার হোসেন দুলাল প্রমুখ।

এছাড়াও অসুস্থ রোগী, অসহায় ও দরিদ্র পরিবারের মধ্যে প্রধানমন্ত্রীর তহবিল থেকে প্রাপ্ত অনুদান বিতরণ করা হয়।  
 
এর আগে, চরপুমদী ইউনিয়ন ভূমি অফিসের চাবি হস্তান্তর করা হয়।
 
বাংলাদেশ সময়: ১৯৪৯ ঘণ্টা, নভেম্বর ০৫, ২০১৯ 
এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।