মঙ্গলবার (০৫ নভেম্বর) জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত ‘বেসরকারি সদস্যদের বিল এবং বেসরকারি সদস্যদের সিদ্ধান্ত-প্রস্তাব’ সম্পর্কিত কমিটির বৈঠকে এই সুপারিশ করা হয়েছে।
কমিটির সভাপতি শেখ ফজলে নূর তাপসের সভাপতিত্বে বৈঠকে উপস্থিত ছিলেন কমিটির সদস্য সাহারা খাতুন, মোস্তাফিজুর রহমান, আব্দুল মতিন খসরু, আবদুস সাত্তার ভূঞা, রওশন আরা মান্নান এবং সেলিম আলতাফ জজ প্রমুখ।
এছাড়াও বৈঠকে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় এবং বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট কর্মচারীরা উপস্থিত ছিলেন।
বৈঠকে ‘বেসরকারি সদস্যদের বিল এবং বেসরকারি সদস্যদের সিদ্ধান্ত-প্রস্তাব’ সম্পর্কে সব সংসদ সদস্যরা যাতে আরও সচেতন হতে পারেন এবং তাদের দায়িত্ব আরো যথাযথভাবে পালন করতে পারেন সেজন্য সংসদ সদস্যদের মধ্যে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে কমিটির পক্ষ থেকে সেমিনার আয়োজনের সুপারিশ করা হয়।
সংসদীয় কমিটির সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বৈঠকে ব্যালটে প্রাধান্যপ্রাপ্ত বেসরকারি সিদ্ধান্ত-প্রস্তাবগুলো সংসদে আলোচনার নিমিত্ত কমিটির মাধ্যমে সময়সীমা নির্ধারণের বিষয়ে আলোচনা করে স্পিকারের কাছে সুপারিশ পাঠানোর বিষয়ে আলোচনা হয়।
বাংলাদেশ সময়: ২০০৭ ঘণ্টা, নভেম্বর ০৫, ২০১৯
এসই/জেডএস