ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

জাতীয়

আলমডাঙ্গায় ট্রলির ধাক্কায় বৃদ্ধা নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২৫৪ ঘণ্টা, নভেম্বর ৬, ২০১৯
আলমডাঙ্গায় ট্রলির ধাক্কায় বৃদ্ধা নিহত

চুয়াডাঙ্গা: চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় শ্যালো ইঞ্জিনচালিত ট্রলির ধাক্কায় তহিরন বেগম (৬০) নামে এক বৃদ্ধা নিহত হয়েছেন। 

মঙ্গলবার (০৫ নভেম্বর) রাতে উপজেলার লক্ষ্মীপুর গ্রামে এ দুর্ঘটনা ঘটে। তহিরন উপজেলার আইলহাঁস গ্রামের মৃত মজিবর রহমানের স্ত্রী।

 তিনি লক্ষ্মীপুর মেয়ের বাড়িতে থাকতেন।

স্থানীয়রা জানান, রাতে বাড়ির সামনে রাস্তার পাশে শুকাতে দেওয়া রান্নার কাজে জ্বালানি হিসেবে ব্যবহারের জন্য গোবরের তৈরি ঘুঁটে উঠাচ্ছিলেন ওই বৃদ্ধা। এসময় একটি ট্রলি তাকে ধাক্কা দিলে তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিলে চিকিৎসক ডা. সোহানা আহমেদ মৃত ঘোষণা করেন।

আলমডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ আশিকুর রহমান বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করেছেন।

বাংলাদেশ সময়: ২১৫০ ঘণ্টা, নভেম্বর ০৫, ২০১৯
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।