ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

জাতীয়

খুলনায় সড়ক দুর্ঘটনায় নিহত ১

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৫৫৭ ঘণ্টা, নভেম্বর ৬, ২০১৯
খুলনায় সড়ক দুর্ঘটনায় নিহত ১

খুলনা: খুলনার চুকনগরে ট্রাক-মাহেন্দ্র সংঘর্ষে আমিনুনেচ্ছা (৬৫) নামে এক বৃদ্ধা নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও দু’জন।

মঙ্গলবার (৫ নভেম্বর) সন্ধ্যা ৭টার দিকে খুলনা-সাতক্ষীরা মহাসড়কের বরাতিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।  

নিহত আমিনুনেচ্ছা যশোরের কেশবপুর উপজেলার চিংড়া গ্রামের বাসিন্দা।

আহতরা হলেন-তার স্বামী দবীর উদ্দিন সানা (৭২) ও ছেলে (৩৫)। ছেলের নাম জানা যায়নি।

খর্ণিয়া হাইওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) আরশাফ হোসেন জানান, সন্ধ্যায় বরাতিয়া এলাকায় চুকনগরগামী একটি ট্রাক মাহেন্দ্রের পেছনে সজোরে ধাক্কা দেয়। এতে মাহেন্দ্রতে থাকা আমিনুনেচ্ছা মাথায় প্রচণ্ড আঘাত পেয়ে ঘটনাস্থলেই মারা যান। এ সময় তার স্বামী দবীর ও ছেলে গুরুতর আহত হন।  

খবর পেয়ে স্থানীয় লোকজন, চুকনগর হাইওয়ে থানা পুলিশ ও ডুমুরিয়া ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে ডুমুরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠায়।  

বাংলাদেশ সময়: ০০৫২ ঘণ্টা, নভেম্বর ০৬, ২০১৯
এমআরএম/আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।