ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

জাতীয়

শিশুকে যৌন নিপীড়নের অভিযোগে বৃদ্ধ আটক

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭৩২ ঘণ্টা, নভেম্বর ৬, ২০১৯
শিশুকে যৌন নিপীড়নের অভিযোগে বৃদ্ধ আটক

ঢাকা: রাজধানীর রামপুরা এলাকায় এক শিশুকে (৮) যৌন নিপীড়নের অভিযোগে বেলায়েত (৬০) নামে এক বৃদ্ধকে আটক করেছে পুলিশ।

মঙ্গলবার (৫ নভেম্বর) দিনগত রাতে জরুরি সেবা নম্বর '৯৯৯' এ অভিযোগের পরিপ্রেক্ষিতে রামপুরা থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে শিশুটিকে উদ্ধারসহ অভিযুক্ত ওই বৃদ্ধকে আটক করে।

রামপুরা থানার উপ-পরিদর্শক (এসআই) জুয়েল চৌধুরী বাংলানিউজকে জানান, দিনগত রাত ৯টার দিকে ৯৯৯ এ ফোন করে এক শিশুকে যৌন নিপীড়নের অভিযোগ করা হয়।

তাৎক্ষণিকভাবে নিকটস্থ এলাকায় অবস্থানরত থানা পুলিশের টহল টিম ঘটনাস্থলে গিয়ে শিশুটিকে উদ্ধার করে। এসময় অভিযুক্ত বেলায়েত নামে ওই বৃদ্ধকে আটক করা হয়।

শিশুটির স্বজনরা বর্তমানে থানায় এসেছেন। এ বিষয়ে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে বলেও জানান এসআই জুয়েল।

বাংলাদেশ সময়: ০২৩১ ঘণ্টা, নভেম্বর ০৬, ২০১৯
পিএম/আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।