ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

জাতীয়

সুবর্ণচরে যুবকের মরদেহ উদ্ধার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৫৪ ঘণ্টা, নভেম্বর ৬, ২০১৯
সুবর্ণচরে যুবকের মরদেহ উদ্ধার

নোয়াখালী: নোয়াখালীর সুবর্ণচর উপজেলার চরক্লাক ইউনিয়ন থেকে অজ্ঞাতপরিচয় (৩৮) এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বুধবার (৬ নভেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের কেরামতপুর গ্রামের সড়কের পাশে একটি পুকুরের পাড় থেকে মরেদহটি উদ্ধার করা হয়।

স্থানীয়রা জানায়, বুধবার সকালে স্কুলে যাওয়ার পথে এক ছাত্র পুকুর পাড়ে মরদেহটি দেখতে পায়।

পরে স্থানীয়রা পুলিশকে জানালে তারা ঘটনাস্থল থেকে মরদেহটি উদ্ধার করে।  

স্থানীয়রা আরও জানায়, মরদেহটিতে গুরুতর আঘাতের চিহ্ন রয়েছে। ধারণা করা হচ্ছে, শক্রতার জেরে কেউ যুবকটিকে হত্যা করে এখানে ফেলে যায়।

চরজব্বর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহেদ উদ্দিন বিষয়টি নিশ্চিত করে জানান, বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

বাংলাদেশ সময়: ১১৫৩ ঘণ্টা, নভেম্বর ০৬, ২০১৯
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।