ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

জাতীয়

মাগুরা জেলা কার-মাইক্রোবাস মালিক কল্যাণ সমিতির মানববন্ধন 

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭১৭ ঘণ্টা, নভেম্বর ৬, ২০১৯
মাগুরা জেলা কার-মাইক্রোবাস মালিক কল্যাণ সমিতির মানববন্ধন  বিক্ষোভ মিছিল। ছবি: বাংলানিউজ

মাগুরা: ৭৯ ধারা বাতিল ও রুট পারমিটের দাবিতে মাগুরা জেলা কার-মাইক্রোবাস মালিক কল্যাণ সমিতি বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধন করেছে। 

বুধবার (৬ নভেম্বর) সকাল ১১টায় শহরের ভায়না মোড়ে এ মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্টিত হয়।  

এর আগে হাইওয়ে সড়কের সদর হাসপাতালের সামনে বিক্ষোভ মিছিল করেন সংগঠনের নেতা-কর্মীরা।

 

এ সময় মাগুরা জেলা কার-মাইক্রোবাস মালিক কল্যাণ সমিতির সহ সভাপতি রকিবুল হক রিপুর সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন- সাধারণ সম্পাদক মনিরুল ইলাম ও সাংগঠনিক সম্পাদক শামিম হোসেন মিলন।

এসময় বক্তারা তাদের স্বার্থবিরোধী ৭৯ ধারা বাতিল ও সহজ শর্তে সব রুটে বাণিজ্যিকভাবে কার ও মাইক্রোবাস চলাচলের অনুমতি দেওয়ার জন্য সরকারের প্রতি আহবান জানান।

বাংলাদেশ সময়: ১২১২ ঘণ্টা, নভেম্বর ০৬, ২০১৯
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।