ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

জাতীয়

উচ্ছেদ বন্ধের দাবিতে না’গঞ্জে ব্যবসায়ীদের মানববন্ধন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮১৯ ঘণ্টা, নভেম্বর ৬, ২০১৯
উচ্ছেদ বন্ধের দাবিতে না’গঞ্জে ব্যবসায়ীদের মানববন্ধন

নারায়ণগঞ্জ: উচ্ছেদ বন্ধের দাবিতে মানববন্ধন করেছেন নারায়ণগঞ্জের দুই নম্বর রেলগেট এলাকার রেলওয়ে সুপার মার্কেটের ক্ষুদ্র ব্যবসায়ীরা।

বুধবার (৬ নভেম্বর) সকাল ১১টায় নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে জেলার বিভিন্ন শীর্ষ ব্যবসায়ী সংগঠনের সাবেক ও বর্তমান নেতারাও উপস্থিত ছিলেন।

 

মার্কেটের সঙ্গে জড়িত ব্যবসায়ী, শ্রমিক ও কর্মচারীদের জীবিকা রক্ষার অর্থনৈতিক ও মানবিক দিক বিবেচনা করে ব্যবসায়ীরা এ উচ্ছেদ বন্ধ করার আহ্বান জানান।

তারা বলেন,  এ মার্কেটের ওপর নির্ভর করছে লাখ লাখ ব্যবসায়ী ও শ্রমিকের জীবিকা। রেলওয়ে যদি এ মার্কেটে উচ্ছেদ করে এখানকার ব্যবসা নষ্ট করে দেয়, তাহলে এটি আর বর্তমানের মতো গড়ে তোলা সম্ভব হবে না।

বাংলাদেশ সময়: ১৩১৮ ঘণ্টা, নভেম্বর ০৬, ২০১৯
এবি/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।