ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

জাতীয়

জঙ্গি সংগঠন ‘আল্লা’র দল’ নিষিদ্ধ 

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০২৪ ঘণ্টা, নভেম্বর ৭, ২০১৯
জঙ্গি সংগঠন ‘আল্লা’র দল’ নিষিদ্ধ 

ঢাকা: জঙ্গি সংগঠন ‘আল্লা’র দল’র এর কার্যক্রম বাংলাদেশে নিষিদ্ধ করেছে সরকার। 

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের রাজনৈতিক অধিশাখা-২ থেকে নিষিদ্ধের আদেশে বলা হয়েছে, সরকারের কাছে এ মর্মে প্রতীয়মান হয় যে, ‘আল্লা’র দল’ নামক জঙ্গি দল/সংগঠনটির ঘোষিত কার্যক্রম দেশের শান্তি শৃঙ্খলা পরিপন্থি।  

‘ইতোমধ্যে দল/সংগঠনটির কার্যক্রম জননিরাপত্তার জন্য হুমকি বলে বিবেচিত হওয়ায় বাংলাদেশে এর কার্যক্রম নিষিদ্ধ ঘোষণা করা হলো।

গত ৪ নভেম্বর স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে জারি করার পর আদেশটি মঙ্গলবার (০৫ নভেম্বর) গেজেটে প্রকাশ করা হয়।

গত ৩ নভেম্বর সচিবালয় বিটে কর্মরত সাংবাদিকদের সংগঠন বাংলাদেশ সেক্রেটারিয়েট রিপোর্টার্স ফোরাম (বিএসআরএফ) আয়োজিত ‘বিএসআরএফ সংলাপ’ অনুষ্ঠানে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, অতি সম্প্রতি যেটা নিষিদ্ধ হতে যাচ্ছে তার নাম ‘আল্লা’র দল’।

‘এরকম কিছু আমাদের কাছে তথ্য আসছে যে তারা আল্লার দল বলে প্রচার প্রচারণা করছে। লিফলেট ছেড়েছে, সেজন্য এই নিষিদ্ধের কথা আসছে। ’

বাংলাদেশ সময়: ১৯২১ ঘণ্টা, নভেম্বর ০৬, ২০১৯
এমআইএইচ/এমএ 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।