ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

জাতীয়

ফেনীতে দেড় কোটি টাকার ইয়াবাসহ কাভার্ডভ্যান জব্দ, আটক ১

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১৫৯ ঘণ্টা, নভেম্বর ৭, ২০১৯
ফেনীতে দেড় কোটি টাকার ইয়াবাসহ কাভার্ডভ্যান জব্দ, আটক ১ ফেনীতে জব্দ কাভার্ডভ্যান ও আটক দুলাল র‌্যাব হেফাজতে। ছবি: বাংলানিউজ

ফেনী: ফেনীতে অভিযান চালিয়ে একটি কাভার্ডভ্যান থেকে ১ কোটি ৪৬ লাখ ৬০ হাজার টাকার একটি ইয়াবার (২৯ হাজার ৩২০ পিস ইয়াবা) চালান উদ্ধার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এসময় এক মাদক ব্যবসায়ী আটক করা হয়েছে।

গোপন সংবাদের ভিত্তিতে বুধবার (৬ নভেম্বর) বিকেলে চট্টগ্রাম-ঢাকা মহাসড়কের ফেনীর লালপুল মুহুরি ফিলিং স্টেশনের সামনে অভিযান চালিয়ে ইয়াবাগুলো উদ্ধার করা হয়।

র‌্যাব-৭ ফেনী ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানি অধিনায়ক (সহকারী পরিচালক) সহকারী পুলিশ সুপার মো. নুরুজ্জামান জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র‌্যাব জানতে পারে একটি কাভার্ডভ্যান করে চট্টগ্রাম থেকে বিপুল পরিমাণ ইয়াবা নিয়ে ঢাকার উদ্দেশ্যে যাচ্ছে।

পরে র‌্যাবের একটি দল ফেনী সদর লালপুল এলাকায় মুহুরি ফিলিং স্টেশনের সামনে বিশেষ চেকপোস্ট বসিয়ে গাড়ি তল্লাশি শুরু করে। তল্লাশির একপর্যায়ে একটি কাভার্ডভ্যানকে (ঢাকা মেট্রো-ট-১৫-৩৮৯০) গতিরোধের সংকেত দেয় র‌্যাব। কিন্তু কাভার্ডভ্যানটি না থামিয়ে চেকপোস্ট ভেঙ্গে পালিয়ে যাওয়ার চেষ্টা করে চালক। এসময় র‌্যাব সদস্যরা কাভার্ডভ্যানটিকে ধাওয়া করে দেলোয়ার হোসেন দুলাল (৪০) নামে এক ব্যক্তিকে আটক করে।

পরে আটক ব্যক্তিকে ব্যাপক জিজ্ঞাসাবাদে তার দেখানো মতে কাভার্ডভ্যানটি তল্লাশি করে ড্রাইভিং সিটের পেছনে একটি ট্র্যাভেল ব্যাগের ভেতরে বিশেষ কায়দায় লুকানো ২৯ হাজার ৩২০ পিস ইয়াবা উদ্ধার করা হয় ও কাভার্ডভ্যানটি জব্দ করা হয়। উদ্ধার করা ইয়াবার আনুমানিক মূল্য ১ কোটি ৪৬ লাখ ৬০ হাজার টাকা। আটক দেলোয়ার হোসেন দুলালকে ও উদ্ধার করা ইয়াবা ফেনী মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

বাংলাদেশ সময়: ২০৫৫ ঘণ্টা, নভেম্বর ০৬, ২০১৯
এসএইচডি/ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।