ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

জাতীয়

বরিশালে চালু হলো কল সেন্টার '৩৩৩' 

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২৪৪ ঘণ্টা, নভেম্বর ৭, ২০১৯
বরিশালে চালু হলো কল সেন্টার '৩৩৩' 

বরিশাল: সরকারের প্রদেয় সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে বরিশালে চালু হলো কল সেন্টার ৩৩৩।

বুধবার (০৬ নভেম্বর) দুপুর সাড়ে ১২টায় জেলা প্রশাসনের সভাকক্ষে এক সংবাদ সম্মেলনে এ বিষয়ে জানান জেলা প্রশাসক এস এম অজিয়র রহমান।  

তিনি বলেন, সরকারের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের এটুআই প্রকল্পের সহযোগিতায় নাগরিকদের জন্য সরকারের কেন্দ্রীয় তথ্য, সেবা ও অভিযোগ-প্রতিকার ব্যবস্থাপনা বাস্তবায়নের লক্ষ্যে প্রধানমন্ত্রীর তথ্য ও যোগাযোগ প্রযুক্তি উপদেষ্টা সজীব ওয়াজেদ জয় ২০১৮ সালের ১২ এপ্রিল ৩৩৩ কল সেন্টারের উদ্বোধন করেন।

 

দেশের যেকোনো নাগরিক যেকোনো মুঠোফোন কিংবা ল্যান্ড ফোন থেকে ৩৩৩ এবং প্রবাসীগণ ০৯৬৬৬৭৮৯৩৩৩ নম্বরে কল করে সরকারি সেবা প্রাপ্তির পদ্ধতি, জনপ্রতিনিধি ও সরকারি কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে যোগাযোগের তথ্য, পর্যটনের জন্য আকর্ষণীয় স্থান এবং বিভিন্ন জেলা  সম্পর্কে তথ্য জানার সুযোগ পাচ্ছেন।

পাশাপাশি বাল্যবিয়ে, ইভটিজিং, খাদ্যে ভেজালসহ বিভিন্ন অপরাধ ও সামাজিক সমস্যার প্রতিকারে জনগণ এ কল সেন্টারের মাধ্যমে জেলা প্রশাসক কিংবা উপজেলা নির্বাহী কর্মকর্তাকে জানতে পারবেন বলে জানান জেলা প্রশাসক।  

এ ছাড়াও ৩৩৩ কল সেন্টারে কল করে ইসলামি মাসআলা-মাসায়েল, নিরাপদ অভিবাসন বিষয়ে তথ্য ও অভিযোগ, ই-টিআইএন সংক্রান্ত তথ্য, আবহাওয়া তথ্যসহ বিভিন্ন সেবা পাওয়া যাবে বলে সংবাদ সম্মেলনে জানানো হয়।  

সংবাদ সম্মেলনে আরও জানানো হয়, কল সেন্টারে যথাযথ প্রক্রিয়ায় ক্ষুদে বার্তা পাঠিয়ে পরীক্ষার ফল এবং বিভিন্ন দিবসের তথ্য পাওয়া যাবে।  

৩৩৩ কল সেন্টারের মাধ্যমে সরকারি সেবার তথ্য পেতে জনগণকে উদ্বুদ্ধ করতে গণমাধ্যমে প্রচার-প্রচারণা চালানোর অনুরোধ জানান জেলা প্রশাসক এসএম অজিয়র রহমান।  

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) তৌহিদুজ্জামান পাভেল ও অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) প্রশান্ত কুমার দাস এবং জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মো. হোসেন চৌধুরী প্রমুখ।    

বাংলাদেশ সময়: ২১৪৩ ঘণ্টা,নভেম্বর ০৬, ২০১৯
এমএস/এবি

 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।